ফেসবুক পোস্টে সিএমপি কমিশনারের নির্দেশনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

সিলেট ব্যুরো
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০১: ৫১

আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের নামে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি নির্দেশনাকে ‘বিভ্রান্তিকর তথ্য’ দাবি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

মঙ্গলবার বিকেলে এসএমপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন দাবি করা হয়।

বিজ্ঞাপন

ওই পোস্টে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন ব্যক্তি ফেসবুকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনা বলে একটি বক্তব্য লিখে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছেন। প্রকৃত তথ্য হলো পুলিশ কমিশনার কর্মকর্তাদের অভ্যন্তরীণ সভায় নিম্নোক্ত বক্তব্য দিয়েছেন। বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ করছি।’

এই পোস্টের সঙ্গে পুলিশ কমিশনারের নির্দেশনার আদেশের একটি অংশ যুক্ত করে দেওয়া হয়। যাতে লেখা রয়েছে, ‘নিষিদ্ধ ঘোষিত দলের কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে হবে এবং প্রকাশ্যে যাতে কোনো মিছিল-মিটিং করতে না পারে- এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হলো। এসি, এডিসি ও ডিসিরা এ ব্যাপারে তদারকি করবেন।’

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ কমিশনারের স্বাক্ষরযুক্ত একটি অফিস আদেশ ছড়িয়ে পড়ে। ওই অফিস আদেশের একটি অংশে ‘আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লোকজন’ জুড়ে দেওয়া হয়েছে বলে এসএমপির পক্ষ থেকে জানানো হয়।

এদিকে, বিভ্রান্তিকর অফিস আদেশটি কীভাবে ছড়িয়ে পড়ল, কারা এর সঙ্গে জড়িত- সেটি তদন্ত করা হচ্ছে। বিভ্রান্তিকর তথ্য পাচারে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত