আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতীয় জুয়া ‘তীর শিলং’ সম্পূর্ণ নিষিদ্ধ: ডিসি সারওয়ার আলম

সিলেট ব্যুরো

ভারতীয় জুয়া ‘তীর শিলং’ সম্পূর্ণ নিষিদ্ধ: ডিসি সারওয়ার আলম

ভারতীয় জুয়া ‘তীর শিলং’ সিলেটে আশঙ্কাজনক হারে বিস্তার লাভ করায় জেলার সর্বত্র এ খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

বিজ্ঞাপন

রোববার (২১ সেপ্টেম্বর) এক লিখিত আদেশে জেলা প্রশাসক এই নিষেধাজ্ঞা জারি করেন।

আদেশে তিনি উল্লেখ করেন, গত দেড় দশকে সিলেটে তীর খেলার প্রভাব ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। দিনমজুর থেকে শুরু করে শিক্ষার্থী—সব শ্রেণি-পেশার মানুষ এ জুয়ার ফাঁদে জড়িয়ে পড়ছে। এর মাধ্যমে বিপুল অর্থ ভারতে পাচার হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে অনলাইনের মাধ্যমে তীর খেলায় মানুষের সম্পৃক্ততা বেড়েছে, যা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঝুঁকি তৈরি করছে।

তিনি আরো জানান, এ কারণে সিলেট জেলায় তীর খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা সরকারি আদেশ হিসেবে কার্যকর থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন