আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

কমলগঞ্জে বিএনপির আরো ৫ নেতাকে অব্যাহতি

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার)

কমলগঞ্জে বিএনপির আরো ৫ নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি’র আরো ৫ জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলা বিএনপি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

অব্যাহতি পাওয়া নেতারা হলেন, অব্যাহতি পাওয়া নেতারা হলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ।

জানা গেছে, মৌলবীবাজার-৪ আসনে জেলা বিএনপির সাবেক সদস্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহসিন মিয়া মধু ফুটবল মার্কা নিয়ে মাঠে নিবাচর্নী প্রচারে চালাচ্ছেন। এখানে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী মাঠে প্রচার চালাচ্ছেন। সম্প্রতি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব কমলগঞ্জের একাধিক নেতা ধানের র্শীষের বিপক্ষে মাঠে কাজ করছেন এমন অভিযোগ জেলা বিএনপিতে দাখিল করেন। তাঁর অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ এ ৫ জনকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া অব্যাহতি পাওয়া ব্যক্তিদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও গত ১৯ জানুয়ারি কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়কসহ ৫ নেতাকে একই অভিযোগে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন