ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

সিলেট ব্যুরো
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৩: ৪৬

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে সিলেটে গভীর রাতে বিক্ষোভ মিছিল হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সাধারণ ছাত্রদের ব্যানারে জড়ো হন বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), বৈষম্য বিরোধী আন্দোলন নেতাকর্মীরা।

প্রথমে তারা শহীদ মিনারের সামনে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি নগরের চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন।

ভিপি নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে নেতাকর্মীরা বলেন, সেনাবাহিনীসহ পুলিশের পেটোয়া বাহিনী নৃশংসভাবে ভিপি নুরের ওপর হাত তুলছে। প্রশাসনের নিরব ভূমিকা দেখেছি। এই আওয়ামী লীগের দোসর হচ্ছে জাতীয় পার্টি। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করতে পারলেও তাদের দোসররা রয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি দেব জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে। নয়তো আমরা আরো ভয়াবহত আন্দোলনের দিকে যাবো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত