আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

র‌্যাব অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার)

র‌্যাব অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার
ছবি: আমার দেশ।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান চালিয়ে এসব এয়ারগান উদ্ধার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ক্লাব বাংলা রোডের উত্তর পাশে পাত্রখোলা শ্মশান এলাকার ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে এয়ারগানগুলো উদ্ধার করা হয়। তবে এয়ারগানগুলোর সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

র‌্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতামূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ সংক্রান্ত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এয়ারগানগুলো জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন