হবিগঞ্জে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই খুন

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৩: ১৪

হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় বড় ভাইয়ের চাপাতির কোপে মনির হোসেন (২২) নামে ছোট ভাই খুন হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে গরু বাজার সংলগ্ন খোয়াই বাঁধ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মনির পেশায় কসাই ছিলেন এবং বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে গরু জবাই করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় তুচ্ছ বিষয় নিয়ে তার বড় ভাই রনি মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ক্ষিপ্ত হয়ে গরু জবাইয়ের চাপাতি দিয়ে মনিরের মাথা ও শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মনিরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম শাহাবুদ্দিন শাহীন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রনি মিয়াকে আটক করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত