জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় বড় ভাইয়ের চাপাতির কোপে মনির হোসেন (২২) নামে ছোট ভাই খুন হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে গরু বাজার সংলগ্ন খোয়াই বাঁধ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনির পেশায় কসাই ছিলেন এবং বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে গরু জবাই করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় তুচ্ছ বিষয় নিয়ে তার বড় ভাই রনি মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ক্ষিপ্ত হয়ে গরু জবাইয়ের চাপাতি দিয়ে মনিরের মাথা ও শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মনিরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম শাহাবুদ্দিন শাহীন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রনি মিয়াকে আটক করা হয়েছে।
হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় বড় ভাইয়ের চাপাতির কোপে মনির হোসেন (২২) নামে ছোট ভাই খুন হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে গরু বাজার সংলগ্ন খোয়াই বাঁধ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনির পেশায় কসাই ছিলেন এবং বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে গরু জবাই করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় তুচ্ছ বিষয় নিয়ে তার বড় ভাই রনি মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ক্ষিপ্ত হয়ে গরু জবাইয়ের চাপাতি দিয়ে মনিরের মাথা ও শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মনিরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম শাহাবুদ্দিন শাহীন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রনি মিয়াকে আটক করা হয়েছে।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে