ওরিয়েন্টেশনে সিকৃবি ভিসি

কৃষি বিজ্ঞানীদের কল্যাণেই বেড়েছে খাদ্য উৎপাদন

সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৪০

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দিন দিন আবাদযোগ্য জমির পরিমাণ কমলেও জনসংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ। কৃষি বিজ্ঞানীদের কল্যাণেই দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত অডিটরিয়ামে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই-ডিসেম্বর ২০২৪ ও জানুয়ারি-জুন ২০২৫ সেমিস্টারে ভর্তিকৃত এমএস শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন’ উপলক্ষে এর আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ভিসি বলেন, বিদ্যমান চাষযোগ্য জমিতে মানসম্পন্ন খাদ্য উৎপাদন করে দেশের চাহিদা মেটাতে হবে। কৃষি বিজ্ঞানীদের ওপর অনেক প্রত্যাশা করেন এ জাতি, বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান আহরণ করে তোমাদেরও কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে।

পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. কাজি মেহেতাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী প্রফেসর ড. মো. ওমর শরীফ ও সহকারী প্রফেসর ড. পৃথিলা পূজা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক প্রফেসর ড. মো. এমদাদুল হক, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন প্রমুখ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এরই মধ্যে প্রায় ১৫৫০ জন স্নাতকোত্তর ডিগ্রি ও ২৩ জন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত