ওসমানীনগরে কুরিয়ার ভ্যান ডাকাতি, ৬ ডাকাত গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৬: ৫৪
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৭: ২৭

সিলেটের ওসমানীনগরে এস এ পরিবহনের কভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় নাটকীয় মোড় নিয়েছে। পুলিশের দুঃসাহসী অভিযানে লুণ্ঠিত বিপুল পণ্য উদ্ধার এবং ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে ২৪ আগস্ট রাত ১২টা ২০ মিনিটে।

ডাকাতরা অস্ত্রের মুখে চালককে জিম্মি করে ভ্যান থেকে পণ্য লুট করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশের একাধিক টিম দ্রুত অভিযানে নামে এবং কয়েক ঘণ্টার মধ্যেই ডাকাতদের আটক করে।

উদ্ধারকৃত মালামাল হলো কয়েক শ কেজি জিরা, ৬৭৫ প্যাকেট ফুসকা, শাড়ি, ১২০০ পিস প্রসাধনী ক্রিম, চালসহ বিপুল পণ্য। উদ্ধার মালামাল ভারতীয়, যা অবৈধভাবে দেশে আনা হয়েছিল। ডাকাতিতে ব্যবহৃত গাড়িও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন শানুর শাহ (২৯) রলেক মিয়া (৪০) দিলশাদ আহমেদ রাজু (৩৪) আব্দুল মজিদ (২৪) সুফিয়ান আহমেদ (২৬) সাইদুর রহমান সাদী (২১)।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

ওসি মোনায়েম মিয়া জানান, অভিযানে জনমনে স্বস্তি ফিরেছে এবং অন্যান্য জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত