ওসমানীনগরে বাসচাপায় মোটরসাইকেল চালক-আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২১: ৪১
প্রতীকী ছবি

সিলেটের ওসমানীনগরে বাসচাপায় মোটরসাইকেল চালক নাজমুল হোসেন (৩২) ও আরোহী আরশ আলী (২৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার ইলাশপুর মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ‘ঢাকা এক্সপ্রেস’ নামের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে কয়েকশ গজ টেনে নিয়ে যায়। এতে চালক নাজমুল হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে মোটরসাইকেল আরোহী আরশ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত দুজনের বাড়িই উপজেলার উমরপুর ইউনিয়নে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা তাজপুর বাজারের কাছে বাসটি আটক করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এই ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানর পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত