আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মৎস্য প্রক্রিয়াজাত কেন্দ্রে বঞ্চনার প্রতিবাদে চাকরিচ্যুত দুই শ্রমিক

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

মৎস্য প্রক্রিয়াজাত কেন্দ্রে বঞ্চনার প্রতিবাদে চাকরিচ্যুত দুই শ্রমিক

সুনামগঞ্জের ওয়েজখালিতে মৎস্য প্রক্রিয়াজাত কেন্দ্র সাআইদৌলা এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রমিকদের অন্যায়ভাবে চাকরিচ্যুত, শ্রম আইন অনুসারে প্রতিশ্রুত সুযোগ সুবিধা না দেওয়াসহ নানা অভিযোগে জেলা প্রশাসক বরাবর স্মারকিলিপি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকালে শ্রমিকরা এই স্মারকলিপি প্রদান করেন। শ্রমিক বঞ্চনার প্রতিকার চাইলে গিয়ে দুই শ্রমিক নেতাকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেন স্মারকলিপি প্রদানকারী।

জেলা প্রশাসকের অবর্তমানে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। এছাড়াও স্মারকলিপির অনুলিপি মহাপরিদর্শক, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে প্রদান করেছেন।

স্মারকলিপিতে ২০০৫ সাল থেকে কর্মরত স্থায়ী শ্রমিক আলী আকবর উল্লেখ করেন, তিনি বর্তমানে প্রোডাকশন বিভাগের সিনিয়র সুপার ভাইজার হিসেবে কর্মরত আছেন। প্রায় দুই দশকের চাকরিজীবনে তিনি সততা ও দক্ষতায় কাজ করে চলছেন। চলতি জুনে দক্ষতার কারণে তার মজুরিও বৃদ্ধি করা হয়।

স্মারকলিপিতে তিনি আরো উল্লেখ করেন, ওই প্রতিষ্ঠানে কাজে যোগদানের সময় শ্রমিকদের দেশে প্রচলিত শ্রমআইন মোতাবেক প্রাপ্য সুযোগ-সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্ত কাজে যোগদানের পর শ্রমআইন মোতাবেক সাপ্তাহিক ছুটি, নৈমিত্তিক ছুটি, চিকিৎসা ছুটি, অর্জিত ছুটি প্রদান করা হয় না।

এমন কি ২০২৪ সালের ৫ ডিসেম্বর ‘কোল্ড স্টোরেজ’ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট অনুযায়ী প্রাপ্য মজুরিও পরিশোধ করা হচ্ছে না। দীর্ঘদিন শ্রমিকরা শ্রম আইন বাস্তবায়ন ও চলতি বছর থেকে নিম্নতম মজুরির গেজেট অনুযায়ী প্রাপ্য মজুরিও পরিশোধ করার আলোচনা চালিয়ে গেলেও কর্তৃপক্ষ তা আমলে না নিয়ে চাকুরিচ্যুত করার কৌশল নিয়েছে।

এসব বিষয়ে শ্রমিক অসন্তোষের কথা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে গেলে আলী আকবরকে হুমকি ধমকি দিয়ে মৌখিকভাবে চাকুরিচ্যুত করা হয়। শ্রমিক নেতার চাকুরিচ্যুতির প্রতিবাদে শ্রমিকরা প্রতিবাদ করলে গত ১০ ডিসেম্বর সিনিয়র সুপারভাইজার (প্রোডাকশন) আলী আকবর এবং সিনিয়র ওয়ার্কার (এন্ট্রিরূম) মো. শাহাব উদ্দিনকে বেআইনি আদেশে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশ আদেশে উল্লেখ করা হয় ‘তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায়, আপনাদেরকে এই মর্মে জানানো যাচ্ছে যে, আজকের ১২-১২-২০২৫ থেকে নিম্নোক্ত ব্যক্তিগণের চাকরি বাতিল করা হলো।

স্মারকলিপি প্রদানকারী আলী আকবর জানান, আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে কোন অভিযোগ এনে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়নি এবং আইনানুগ তদন্ত কমিটিও গঠন করা হয়নি। কর্তৃপক্ষ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে শ্রমিকদের পক্ষে কথা বলায় বেআইনিভাবে চাকরিচ্যুত করেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল বলেন, আমি স্মারকলিপিটি পেয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন