ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ২১: ১৫

সুনামগঞ্জের মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল গণি নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গণি একই গ্রামের রাশেদ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

মধ্যনগর থানার এসআই বিকাশ সরকার বলেন, সন্ধ্যায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির সামনে গফুর মোল্লার ছেলে সোহেল ও রুবেলের সঙ্গে চাচা গণির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচার বুকে একাধিক ছুরিকাঘাত করেন সোহেল। এতে তিনি মেঝেতে ঢলে পড়লে সোহেল ও রুবেল পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত