রিকশা শ্রমিকদের উস্কানি

সিলেটে সিপিবি-বাসদের ২৩ নেতাকর্মী আটক

সিলেট ব্যুরো
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৮: ৩২

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেট মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন এবং বাসদের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার সকালে নগরের আম্বরখানায় বাসদের কার্যালয় থেকে তাদের আটক করে কতোয়ালি থানায় নিয়ে আসা হয়। অন্যদিকে শুক্রবার রাতে নগরের আখালিয়া কালীবাড়ি এলাকার বাসা থেকে সুমনকে আটক করে মহানগরের জালালাবাদ থানার পুলিশ ।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ (শনিবার) ব্যাটারি রিকশা শ্রমিকরা নগরে কর্মসূচী করতে চেয়েছিল। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকা সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পেলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

তবে বাসদের সিলেট জেলা সভাপতি আবু জাফর বলেন, ‘ব্যাটারি রিকশার উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে আজ (শনিবার) নগরের চৌহাট্টা থেকে আমাদের পূর্বঘোষিত ‘ভূখা মিছিল’ কর্মসূচী ছিল। কিন্তু শুক্রবার রাতে পুলিশ এ কর্মসূচীতে নিষেধাজ্ঞা দেয়। এরপর আমরা কর্মসূচী স্থগিত করি।’

তিনি বলেন, কার্যালয়ে আমাদের নিয়মিত পাঠচক্র চলছিল। সেখানে আচমকা অভিযান চালিয়ে পুরো অফিস ঘেরাও করে ২২ নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ।

এসএমপির এডিসি (মিডিয়া) সাইফুল বলেন, নগরীতে ব্যাটারি রিকশা চালকদের আন্দোলনের নামে উসকানিমূলক কর্মকাণ্ড এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) গেট ও সিএনজি অটোরিকশা ভাঙচুরের ঘটনায় সুমনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

এ কারণেই তাকে আটক করা হয়েছে। দ্রুত বিচার আইনের এ দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশ তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে।

আইনজীবী আনোয়ার হোসেন সুমন সিলেট নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার আয়োজিত আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তিনি বর্তমান কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ।

পুলিশের অভিযোগ, ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের আন্দোলনে তৃতীয় একটি পক্ষ ইন্ধন দিচ্ছে। তবে কারা এই তৃতীয় পক্ষ।

এদিকে, শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী অভিযোগ করেছেন, ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে।

তিনি বলেন, পাল্টাপাল্টি কর্মসূচীতে সংঘাতের আশঙ্কায় ব্যাটারি রিকশা শ্রমিকদের রোববারের কর্মসূচী পালনের অনুমতি দেয়া হয়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত