খেলাফত মজলিস কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করছে: আমিরে মজলিস

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩২

খেলাফত মজলিসের আমির আল্লামা আব্দুল বাসিত আজাদ বলেছেন, খেলাফত মজলিসকে যেনো আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য কবুল করেন। খেলাফত একটি পরিপূর্ণ জমাত। এই জমাতের কোনো ধরনের দোষ নাই। খেলাফত মজলিসের কোনো সমালোচনা নাই। আমাদের কোনো নেতাও বেফাঁশ কথা বার্তা বলেন না। এজন্য আমরা শুকরিয়া আদায় করি খেলাফত মজলিসের সদস্য হতে পেরেছি। খেলাফত মজলিস কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করছে।

বিজ্ঞাপন

শনিবার বিকেল ৩টার সময় হবিগঞ্জের বানিয়াচং উপজেলা খেলাফত মজলিসের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা ১৯৪৭ সালে স্বাধীন হয়েছি লক্ষ লক্ষ মানুষ শহিদ হয়েছে, একাত্তরে স্বাধীন হয়েছি মা-বোনের ইজ্জত ও লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে। আবার চব্বিশের পাঁচ আগস্ট স্বাধীন হয়েছি হাজার হাজার ছাত্র-জনতার রক্ত ও প্রাণের বিনিময়ে। দীর্ঘ ষোল বছর আমরা জালিম শেখ হাসিনার কবলে ছিলাম, আমাদের উপরে জগৎদল পাথর ছিল, এই পাথর আল্লাহ পাঁচ তারিখে সরিয়ে নিছেন।

প্রতিনিধি সম্মেলনে মাওলানা আব্দুল ওলির সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মুস্তাফিজুর রহমান ফয়সাল, অ্যাডভোকেট সারওয়ার রহমান চৌধুরী, প্রিন্সিপাল আব্দাল হোসেন খান, মাওলানা সাদেকুর রহমান খান, প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম জাকি, আব্দুল মুকিদ সালেহসহ প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত