সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে এক্সরে কর্মীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালের সিরিয়াল ভেঙে এক্সরে করতে না দেয়ায় এক্সরে কর্মী পিয়ালকে মারধর করা হয়েছে। এমন ন্যাক্কারজনক হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। কোনো সরকারি কর্মচারীর গায়ে হাত তোলার অধিকার কারো নেই। চিকিৎসক ও কর্মচারীদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে পড়েছে।
বক্তারা চিকিৎসক-কর্মচারীদের সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান। প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে তারা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি পালন করবেন।
আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও জুবায়ের হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ডা. বিষ্ণ প্রসাদ চন্দ, ডা. অলক সাহা, ডা. শফিকুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স (গাইনি) আমেনা আক্তার, মোহাম্মদ সাদেক হোসেন, আফজালুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সোমবার সুনামগঞ্জ সদর হাসপাতালের এক্সরে রুমে সিরিয়াল ভেঙে আগে এক্সরে করার সুযোগ না দেয়ায় পিয়াল হোসেন নামের এক কর্মীকে মারধরের ঘটনা ঘটে। ঘটনার পর পিয়াল হোসেন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে পৌর শহরের হাসননগরের বাসিন্দা আপ্তাব উদ্দিনের দুই ছেলে ফরহাদ ও শিমুলকে অভিযুক্ত করা হয়েছে।

