জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনাকে সমর্থন জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে। তবে, ফিলিস্তিনের হামাস গোষ্ঠী এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, বলেছে এটি ফিলিস্তিনিদের অধিকার এবং দাবির প্রতি অবহেলা করছে।
একটি বিবৃতিতে হামাস জানায়, গাজার অভ্যন্তরে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাবটি ফিলিস্তিনিদের স্বাধীনতা এবং নিরাপত্তা সংকটকে সমাধান করবে না। হামাস আরও অভিযোগ করেছে, এই বাহিনীর কার্যক্রমে তাদের নিরস্ত্র করা এবং দখলদার বাহিনীর পক্ষে পক্ষ নেওয়া হবে, যা সংঘাত আরও বাড়িয়ে তুলবে।
সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা শক্তিশালী করার জন্য একটি মার্কিন-খসড়া প্রস্তাবের পক্ষে ভোট হয়। প্রস্তাবে গাজার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী স্থাপনের অনুমোদন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের জন্য একটি সম্ভাব্য পথ তৈরি করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। প্রস্তাবটির পক্ষে ১৩টি ভোট পড়লেও, রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল। ওয়াশিংটন পরবর্তী সময়ে এই ভোটকে ‘ঐতিহাসিক’ এবং ‘গঠনমূলক’ বলে মন্তব্য করেছে।
এই প্রস্তাব ফিলিস্তিনিদের জন্য একটি সম্ভাব্য শান্তির রাস্তা হিসেবে বিবেচিত হলেও, হামাসের তরফ থেকে একে শক্তিশালী এবং নিরপেক্ষতার অভাবপূর্ণ বলে আখ্যায়িত করা হয়েছে।
এসআর

