আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শাল্লায় হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজের সার্ভে শুরু

উপজেলা প্রতিনিধি শাল্লা (সুনামগঞ্জ)

শাল্লায় হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজের সার্ভে শুরু

সুনামগঞ্জের শাল্লায় হাওর রক্ষা বাঁধ (পিআইসি) নির্মাণের লক্ষে সার্ভে শুরু করা হয়েছে। গত সপ্তাহ থেকে উপজেলার ভরাম,কালিয়ারকোটা ও ভান্ডাবিল হাওরসহ মোট ছয়টি হাওরে এই সার্ভে শুরু হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের শাল্লা শাখার উপ-সহকারী প্রকৌশলী ওবাইদুল হক।

বিজ্ঞাপন

২০১৭ সাল থেকে কৃষকদের দিয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজের সূচনা করা হয়। সেই লক্ষে ফসল রক্ষা বাঁধ (পিআইসি) ২০২৩ একটি নীতিমালাও প্রণয়ন করা হয়। হাওরের প্রকৃত কৃষকদের দিয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণের বিষয়টি সেই নীতিমালায় গুরুত্ব দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৪-২৫ অর্থ বছরে শাল্লায় হাওর রক্ষা বাঁধ নির্মাণে প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। এবং সে-সব হাওর থেকে প্রায় চারশো কোটি টাকার ধান উৎপাদন হয়েছে।

পাউবো'র উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হক জানান, শাল্লা উপজেলার সবক'টি হাওরেই সার্ভের কাজ শুরু হয়েছে। ভরাম হাওরে ইতোমধ্যে প্রায় আশি ভাগ সার্ভে সম্পন্ন করা হয়েছে।

তিনি জানান, এই কাজের জন্য অন্য জেলা থেকেও একটি টিম আনা হয়েছে। পোস্ট ওয়ার্ক পর্যন্ত তারা সার্বক্ষণিক এই কাজে নিয়োজিত থাকবে। ডিসেম্বরের পনেরো তারিখ নাগাদ প্রকৃত কৃষকদের দিয়ে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন