মৌলভীবাজারে দায়িত্ব পালনের সময় পুলিশের মৃত্যু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ০০
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬: ১৭

মৌলভীবাজারে দায়িত্ব পালনের সময় প্রচণ্ড গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই (সশস্ত্র) আলমগীর হোসেন ভূঁইয়ার মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে মৌলভীবাজার জেলা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শ্রীমঙ্গল থানার মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলমগীর হোসেন ভূঁইয়া। সহকর্মীরা দ্রুত তাকে মৌলভীবাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, প্রচণ্ড গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উত্তর ঘাটচেক এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি স্বপরিবারে শ্রীমঙ্গলে বসবাস করছিলেন। বাদ মাগরিব মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শ্রীমঙ্গলেই দাফন করা হয়। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। ১৯৯২ সালে কনস্টেবল পদে যোগ দিয়ে বাংলাদেশ পুলিশে চাকরি জীবন শুরু করেছিলেন তিনি।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে এসআই আলমগীর হোসেন ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, সোমবার শ্রীমঙ্গলে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, পূর্বাভাস অনুযায়ী কয়েকদিন তাপদাহ অব্যাহত থাকতে পারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত