আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ছুরিকাহত

সিলেট ব্যুরো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ছুরিকাহত

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক সংগঠক দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তার নাম তৌফিক ওমর তানভীর (২১)। তিনি সংগঠনের সিলেট মহানগর আহ্বায়ক কমিটির সংগঠক।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মদিনা মার্কেট এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার বন্ধু জুবায়ের।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, ওই তরুণের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার শিকার তরুণ আশঙ্কামুক্ত। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। কী কারণে কারা তাকে ছুরিকাঘাত করেছে তা এখনো জানা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন