হবিগঞ্জে ২০ কেজি গাঁজাসহ নারী আটক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১৯: ১৯

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়। আটক নারী একজন গৃহবধূ। তার নাম রিপা বেগম (২৩)। তিনি স্থানীয় মাদক কারবারি সুমন মিয়ার স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, সুমন মিয়া ও রিপা বেগম দীর্ঘদিনধরে মাদকের কারবার করে আসছিলেন। খবর পেয়ে সেনাবাহিনী তাদের বসতঘর থেকে ২০ কেজি গাঁজা জব্দ করে। অভিযানের বিষয় টের পেয়ে বাসা থেকে পালিয়ে যান সুমন মিয়া।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি দম্পতির বসতঘর থেকে ২০ কেজি গাজা জব্দ করাসহ রিপা বেগম নামের এক মহিলা মাদক কারবারিকে আটক করা হয়েছে।

এ ছাড়া অভিযানে সুমন মিয়ার পাসপোর্ট জব্দ ও ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক রিপা বেগমকে হবিগঞ্জ জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রবিউল্লাহর নিকট হস্তান্তর করা হয়েছে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত