আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিশু হৃদরোগীদের স্বল্প খরচে চিকিৎসা মিলবে সিলেট ওসমানী মেডিকেলে

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)
শিশু হৃদরোগীদের স্বল্প খরচে চিকিৎসা মিলবে সিলেট ওসমানী মেডিকেলে

জন্মগত শিশু হৃদরোগে আক্রান্তদের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হতে যাচ্ছে স্বল্প খরচে জটিল ও ব্যয়বহুল চিকিৎসা সেবা। হাসপাতালের শিশু হৃদরোগ ইউনিট ও শিশু বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (ঢাকা) এবং আন্তর্জাতিক মানবিক সংস্থা মুনতাদা এইড (লন্ডন)-এর যৌথ উদ্যোগে এই সেবা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৪ আগস্ট সকাল ৯টা থেকে কার্ডিওলজি বিভাগে দুই বছরের বেশি বয়সী জন্মগত শিশু হৃদরোগীদের প্রাথমিক বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। নির্বাচিত রোগীদের উন্নতমানের চিকিৎসা স্বল্প ব্যয়ে প্রদান করা হবে।

জন্মগত শিশু হৃদরোগের জটিল ও ব্যয়বহুল চিকিৎসা স্বল্প খরচে প্রদানের উদ্যোগের বিষয়ে সবার অবগতির লক্ষ্যে ৯ আগস্ট রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন উপজেলা প্রশাসন ওসসানীনগর ফেসবুক পেইজে বিজ্ঞাপন আকারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

এ বিষয়ে আগ্রহীদের যোগাযোগ করতে হবে— শিশু হৃদরোগ ইউনিট, হৃদরোগ বিভাগ, ওয়ার্ড নং ১৬ (২য় তলা), সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। সকাল ৯টা থেকে দুপুর আড়াইটার মধ্যে যোগাযোগ করতে হবে (শেবুল আহমদ মোবাইল: ০১৭২২-১৩৭৪৫২)।

হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগে সিলেটসহ আশপাশের জেলাগুলোর অসংখ্য শিশু হৃদরোগী কম খরচে সুফল পাবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন