বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে জমিয়তের তালহা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৬: ২৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি দলীয় মনোনয়ন প্রার্থীদের স্ক্রিনিং ও মূল্যায়ন প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। দলীয় নীতি, নির্বাচনযোগ্যতা, আন্দোলন অংশগ্রহণ ও ভাবমূর্তি বিবেচনায় নিয়ে প্রার্থিতা চূড়ান্ত করা হবে। এই প্রক্রিয়ায় সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে আলোচনায় রয়েছেন ১২ দলীয় জোটের মনোনীত জমিয়তের একাংশের প্রার্থী সৈয়দ তালহা আলম। বিএনপির মিত্র হিসেবে তিনি ধানের শীষ প্রতীকে প্রার্থিতা আশা করছেন।

বিজ্ঞাপন

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন বোর্ড তিনটি মাপকাঠি নির্ধারণ করেছে— আন্দোলনে সক্রিয়তা, জনগ্রহণযোগ্যতা ও দুর্নামমুক্ত ভাবমূর্তি। স্থানীয় নেতারা বলছেন, তিন ক্ষেত্রেই তালহা আলম এগিয়ে।

শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা, জেলা বিএনপির সাবেক সদস্য, পূর্ব বীরগাঁও ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান মো. সালেক উদ্দিন বলেন, ৫ আগস্টের আগে যখন অনেকে ইফতার আয়োজনেও ভয় পেত তখন তালহা সাহেব হাসিনা বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ২০২৪ সালে শান্তিগঞ্জ উপজেলায় ইফতার মাহফিল আয়োজন করেছিলেন। আন্দোলনেও ছিলেন সক্রিয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সুনামগঞ্জ জেলা বিএনপির এক নেতা জানান, তালহা আলম শিক্ষিত, আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন এবং এলাকায় ‘জনতার চেয়ারম্যান’ হিসেবে পরিচিত।

১২ দলীয় জোটের অন্তর্ভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী জাকির হোসাইন খাঁন বলেন, সুনামগঞ্জ-৩ আসনটি অতীতেও জমিয়তের জন্য বরাদ্দ ছিল। তালহা আলমসহ আমরা বিএনপির সঙ্গে যুগপত আন্দোলনসহ সবসময় রাজপথে থেকেছি, কারা নির্যাতিত হয়েছি, আশা করি এবারও বিএনপি আমাদের মূল্যায়ন করবে।

তালহা আলম এর আগে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগকে কঠিন চ্যালেঞ্জে ফেলেছিলেন। এছাড়া করোনা ও বন্যা–দুর্যোগে নিজস্ব তহবিল থেকে সহায়তা দিয়ে তিনি এলাকায় সমাজসেবী হিসেবেও পরিচিতি পেয়েছেন।

জগন্নাথপুর বাজারের ব্যাবসায়ী সেলান হোসেন বলেন, তালহা ভাই শুধু রাজনীতিক নন, বিপদের সময় পাশে থাকা মানুষ।

তালহা আলমের আন্দোলনে সক্রিয়তা, এলাকায় গ্রহণযোগ্যতা ও দুর্নামমুক্ত ভাবমূর্তি তাকে বিএনপির নমিনেশন দৌড়ে এগিয়ে নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিএনপি যদি সহযোগী দলকে অগ্রাধিকার দেয়, তবে তালহা আলমই হতে পারেন ধানের শীষের সবচেয়ে শক্তিশালী প্রার্থী।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত