জাপা-১৪ দল নিষিদ্ধসহ ৭দফা দাবিতে জাগপার লিফলেট বিতরণ

সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ২১: ৫৩

জুলাই সনদের আইনি ভিত্তি ও গণহত্যার বিচারসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট নগরীতে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

বিজ্ঞাপন

এর মধ্যে রয়েছে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন এবং পিআর পদ্ধতি প্রবর্তনের দাবি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৫ আগস্ট) সিলেট জেলা ও মহানগর জাগপার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও মহানগর সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু, মহানগর সহ-সভাপতি পিয়ার হোসেন, যুব জাগপা নেতা আব্দুল্লাহ আল মামুন, আজিজুর রহমান, আব্দুল বাছিত প্রমুখ।

দলটির ঘোষিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে—

জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও সেই সনদের আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন,

গণহত্যার দায়ে আওয়ামী লীগ সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা,

শেখ হাসিনাকে বিচার মুখোমুখি করা,

পিলখানা, শাপলা, মোদিবিরোধী আন্দোলন, জুলাইসহ সব গণহত্যা ও নির্যাতনের বিচার,

ভারতের সঙ্গে আওয়ামী সরকারের সময়ে সম্পাদিত গোপন ও অসম চুক্তি প্রকাশ ও বাতিল,

আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা,

জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন নিশ্চিত করা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত