সিলেটবাসীর ৮ দফা বাস্তবায়নে শ্রীমঙ্গলে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৭: ৫০
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৭: ৫৯

ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসীর আহ্বানে ঘোষিত ৮ দফা দাবির পাশাপাশি যৌক্তিক বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে ‘আমরা শ্রীমঙ্গলবাসী’ ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে সিলেট রোডে দুই জোড়া স্পেশাল ট্রেন চালু, রেলপথ সংস্কার, ঢাকা–সিলেট মহাসড়কের কাজ দ্রুত সম্পন্নসহ আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। কর্মসূচিতে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সিলেট বিভাগ দীর্ঘদিন ধরে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈষম্যের শিকার। যৌক্তিক এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে শ্রীমঙ্গল থেকেই জোরদার আন্দোলন শুরু হবে বলে তারা হুঁশিয়ারি দেন। সিলেট বিভাগের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে ঐক্য, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। রেলপথের সংস্কার ও আধুনিকায়ন এবং সড়ক অবকাঠামো উন্নয়নের জন্য সরকারের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এবং সঞ্চালনা করেন সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবব্রত দত্ত হাবুল, মো. কাওছার ইকবাল, এম এ রহিম নোমানী, মো. একরামুল কবির, মো. আমজাদ হোসেন বাচ্চু, কাজী আছমা, সঞ্জয় দেব, আব্দুল কাদির, সাইয়িদুল ইসলাম সাজু ও শাহ মাসুদ আহমদ প্রমুখ।

এ অবস্থায় দেশের ভেতরে ও প্রবাসে থাকা সিলেটবাসী যোগাযোগ খাতের এ দুরবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন। শ্রীমঙ্গলসহ বৃহত্তর সিলেটজুড়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন রেল ও সড়ক উন্নয়নের দাবিতে রাজপথে নেমেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত