সিলেটে শাহী ঈদগাহে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত

খালেদ আহমদ, সিলেট
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১১: ৩৯
আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১৫: ০৮

সিলেটে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। একই সময়ে শাহজালাল রহ. দরগা প্রাঙ্গণে ও আলীয়া মাদরাসা মাঠে জামাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শাহী ঈদগাহে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নামাজ আদায় করলেও বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির দরগাহর জামাতে নামাজ আদায় করেছেন। তার সাথ ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

শাহী ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করেন নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন।

এর আগে নসিহত পেশ করেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন। শুরুতে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান রেজা উন নবী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম ও ডিআইজি মুশফেকুর রহমান।

জমাতের খুতবা প্রদান ও নামাজ শেষে মুনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক (বরুণী)। মুনাজাতে মুসল্লিরা গুনাহ মাফ চেয়ে কান্নায় ভেঙে পড়েন।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত