আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদির মৃত্যুর খবরে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হাদির মৃত্যুর খবরে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করে এবং শেখ মজিবুর রহমানে প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয়।

বিজ্ঞাপন

শুক্রবার জুমার নামাজের পর ছাত্র-জনতার ব্যানারে কোর্ট মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলের অগ্রভাগে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব মাহদি হাসান।

এছাড়াও মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা হাদীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীর মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের এক অনন্য প্রতীক হয়ে থাকবে। তার আত্মত্যাগ ও সংগ্রাম জাতি দীর্ঘদিন স্মরণে রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন