মৌলভীবাজারে ‘জুলাই পদযাত্রা’ ২৬ জুলাই

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১৩: ২৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি মৌলভীবাজারে শুরু হবে ২৬ জুলাই। পদযাত্রা শেষে সকাল ১১টায় শহরের বেড়িরপাড় পয়েন্ট সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ৮টায় জেলা শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে এনসিপির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক ফাহাদ আলম, যুগ্ম সমন্বয়ক এহসান জাকারিয়া বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের মাগফিরাত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি মৌলভীবাজারে আগামী শনিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হবে। যাদের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে তারা প্রথমবারের মতো মৌলভীবাজারে আসছেন। পদযাত্রাকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। সবাইকে প্রোগ্রাম সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ফাহাদ আলম বলেন, নতুন রাজনৈতিক শক্তি দেশব্যাপী স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে মৌলভীবাজার জেলায় আসছেন জুলাই আন্দোলনের তরুণ জাতীয় নেতা, এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিভা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সমন্বয় কারী নাসির উদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক এহসান জাকারিয়া বলেন, সারা দেশে জুলাই পদযাত্রার ধারাবাহিকতার অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় পদযাত্রা অনুষ্ঠিত হবে। শহরের বেড়িরপার পয়েন্ট থেকে কুসুমবাগ- চৌমুহনা হয়ে পদযাত্রা শুরু করে আবার সভাস্থলে পৌঁছাবো। সভাস্থল থেকে আমাদের পথসভা শুরু হবে। এ পথসভাটি আনুমানিক বেলা দুইটা পর্যন্ত চলবে। দুইটার পর পদযাত্রার বহর শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হবে। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুলের মাঠ প্রাঙ্গণে বিভিন্ন জাতিগোষ্ঠীর দেয়া সংবর্ধনায় অংশগ্রহণ করবেন তারা। পরে বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় করবেন। সেখান থেকে বিকালে মৌলভীবাজার জেলা সফর শেষে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত