সীমান্তে ৭০ পিস ভারতীয় স্মার্টফোন জব্দ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৩: ৩৭
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৩: ৪৭

সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ৭০ পিস অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করেছে ২৮ বিজিবি।

বিজ্ঞাপন

১৫ আগস্ট গভীর রাতে মাটিরাবন বিওপির সীমান্ত পিলার ১১৮৯/১০-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ি থেকে ৭০ পিস ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসেট জব্দ করা হয়।। এসব সেটের আনুমানিক মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা।

এ ব্যাপারে ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির শনিবার সকাল ১১টায় আমার দেশকে বলেন, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। জব্দকৃত ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসেটগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত