বিয়ে বাড়িতে গিয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৬: ৩২

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে বিয়ের দাওয়াতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে চা বাগান এলাকার একটি ডুবার জলাশয় থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

নিহতরা হল, রামগংগা গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার কন্যা মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর কন্যা শামিমা আক্তার (১২), ও মজিদ আলীর কন্যা ছানিয়া আক্তার (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিশু পরিবারের সাথে একসঙ্গে চান্দপুর চা বাগানে এক আত্মীয়র বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। দুপুরের পর থেকে তাদের দেখা না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাগানের পাশের একটি জলাশয়ে তাদের লাশ ভেসে উঠতে দেখা যায়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে। বিস্তারিত তদন্ত চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত