জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সুনামগঞ্জে শুরু হবে আগামী শুক্রবার। পদযাত্রা শেষে বিকেল ৩টায় শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার সকাল ১১টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে এনসিপির জেলার প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের মাগফিরাত ও আহতদের সমবেদনা জানিয়ে বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি সুনামগঞ্জ আগামী শুক্রবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হবে। যাদের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে তারা প্রথমবারের মতো সুনামগঞ্জে আসছেন। পদযাত্রাকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। সবাই মিলে প্রোগ্রাম সফল করতে এগিয়ে আসার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক শক্তি দেশব্যাপী স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে সুনামগঞ্জে আসছেন জুলাই আন্দোলনের তরুন নায়ক জাতীয় নেতা, এনসিপির কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ন আহবায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরোয়ার নিভা, সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, এহতেশামুল হক, অনিক রায়।
এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, সারাদেশে জুলাই পদযাত্রার ধারাবাহিকতার অংশ হিসেবে আগামী শুক্রবার সুনামগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই রাতে এনসিপির জাতীয় নেতারা সুনামগঞ্জে রাত্রিযাপন করবেন। ২৫ জুলাই শহরের মডেল মসজিদে জুমার নামাজ শেষে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি মডেল মসজিদ থেকে কালীবাড়ি হয়ে পুরাতন বাসস্ট্যান্ডের দিকে রওয়ানা হয়ে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশ হবে। পদযাত্রায় প্রায় ১৫ হাজার লোক অংশগ্রহণ করবেন। এবং সব রাজনৈতিক দল তাদের পদযাত্রাকে স্বাগত জানাচ্ছেন। এরপরও কোনো সংঘাতের আশংকা থাকলে আমরা সতর্ক রয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে। তারা নিরাপত্তা বজায় রাখতে ভূমিকা রাখবেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সুনামগঞ্জে শুরু হবে আগামী শুক্রবার। পদযাত্রা শেষে বিকেল ৩টায় শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার সকাল ১১টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে এনসিপির জেলার প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের মাগফিরাত ও আহতদের সমবেদনা জানিয়ে বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি সুনামগঞ্জ আগামী শুক্রবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হবে। যাদের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে তারা প্রথমবারের মতো সুনামগঞ্জে আসছেন। পদযাত্রাকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। সবাই মিলে প্রোগ্রাম সফল করতে এগিয়ে আসার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক শক্তি দেশব্যাপী স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে সুনামগঞ্জে আসছেন জুলাই আন্দোলনের তরুন নায়ক জাতীয় নেতা, এনসিপির কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ন আহবায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরোয়ার নিভা, সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, এহতেশামুল হক, অনিক রায়।
এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, সারাদেশে জুলাই পদযাত্রার ধারাবাহিকতার অংশ হিসেবে আগামী শুক্রবার সুনামগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই রাতে এনসিপির জাতীয় নেতারা সুনামগঞ্জে রাত্রিযাপন করবেন। ২৫ জুলাই শহরের মডেল মসজিদে জুমার নামাজ শেষে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি মডেল মসজিদ থেকে কালীবাড়ি হয়ে পুরাতন বাসস্ট্যান্ডের দিকে রওয়ানা হয়ে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশ হবে। পদযাত্রায় প্রায় ১৫ হাজার লোক অংশগ্রহণ করবেন। এবং সব রাজনৈতিক দল তাদের পদযাত্রাকে স্বাগত জানাচ্ছেন। এরপরও কোনো সংঘাতের আশংকা থাকলে আমরা সতর্ক রয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে। তারা নিরাপত্তা বজায় রাখতে ভূমিকা রাখবেন।
এ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২১ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৭ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
৩৯ মিনিট আগে