আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বেচ্ছায় এনসিপি থেকে সরে দাঁড়ালেন পলাশ মাহমুদ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

স্বেচ্ছায় এনসিপি থেকে সরে দাঁড়ালেন পলাশ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন পলাশ মাহমুদ। মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন কেন্দ্রীয় দপ্তরের মেইল আইডিতে এবং অফিসিয়াল হোয়াটস-অ্যাপ নম্বরে।

বিজ্ঞাপন

পলাশ মাহমুদ বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা এবং চলমান পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করে তিনি মনে করছেন, বর্তমান কাঠামোর ভেতরে থেকে দায়িত্ব পালন অব্যাহত রাখা এই মুহূর্তে তার পক্ষে সমীচীন নয়। এ কারণে কোনো প্রকার দ্বন্দ্ব বা বিভ্রান্তি সৃষ্টি না করে দলের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত দল বা নেতৃত্বের প্রতি কোনো অনাস্থা কিংবা অসম্মানের প্রতিফলন নয়, বরং দলের প্রতি দায়বদ্ধতা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার মানসিকতা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদত্যাগপত্র গ্রহণ করে তাকে জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ জানান তিনি।

পাশাপাশি ভবিষ্যতে গণতন্ত্র, ন্যায় ও জনস্বার্থসংশ্লিষ্ট ইতিবাচক উদ্যোগে ব্যক্তিগত অবস্থান থেকে ভূমিকা রাখার আগ্রহের কথাও জানান পলাশ মাহমুদ।

পদত্যাগপত্রের অনুলিপি জেলা আহ্বায়ক, জেলা সদস্যসচিব, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পলাশ মাহমুদ বলেন, ‘ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা এবং চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে মনে করেছি, বর্তমান কাঠামোর ভেতরে থেকে দায়িত্ব পালন এই মুহূর্তে আমার জন্য সমীচীন নয়।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন