সুনামগঞ্জ- ৩ আসন জমিয়তের প্রাপ্য: তালহা আলম

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১২: ০৩

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম বলেছেন, যুগপৎ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী দল হিসেবে সুনামগঞ্জ- ৩ আসন জমিয়তের প্রাপ্য।

বিজ্ঞাপন

শুক্রবার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারে এক জনসভায় তিনি এ কথা বলেন।

শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে তিনি বলেন, করোনাসহ সকল দুর্যোগে জনগণের পাশে ছিলাম, অর্থনৈতিক সহায়তা করেছি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। এখন সময় এসেছে জনগণ তার পরীক্ষিত সাথীকে মূল্যায়ন করবে।

তালহা আলম বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়ন, তরুণদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নসহ একাধিক সুনির্দিষ্ট পরিকল্পনা আমার রয়েছে। উন্নয়নের কথা বলে কেউ কেউ বক্তব্য দিচ্ছেন, কিন্তু তাদের কোনো পরিষ্কার কর্মপরিকল্পনা নেই।

তিনি আরও জানান, বিএনপির দুঃসময়ে ১২ দলীয় জোট এক কাতারে থেকে যুগপৎ আন্দোলন করেছে। ঢাকা-সিলেটসহ সর্বত্র আমি নিজে মাঠে ছিলাম। ড. মাহ্দী আমিনের মাধ্যমে ৩১ দফা কর্মসূচির ওপর প্রশিক্ষণ নিয়েছি। তাই রাজনৈতিক প্রেক্ষাপটে সুনামগঞ্জ-৩ আসন এখন জমিয়তের অধিকারের আসনে পরিণত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান ও ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ আনসার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুস শহীদ জামালাবাদী বলেন, তালহা আলম হচ্ছেন আমাদের পরীক্ষিত ও মেধাবী প্রার্থী। ২০২২ সালে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও আমরা জানি কীভাবে ইভিএম কারচুপি হয়েছিল। এবার আমরা আগের চেয়ে শক্তিশালী এবং প্রত্যাশা করছি, বিএনপির প্রতীকে তালহা আলম জয়ী হবেন।

সভায় আরও বক্তব্য রাখেন, মাওলানা হুসাইন আহমদ, সহ-সভাপতি, জমিয়ত সুনামগঞ্জ, হাফিজ রশীদ আহমদ, সাধারণ সম্পাদক, হাফিজ সৈয়দ ও জায়রুল হক, আহ্বায়ক, জগন্নাথপুর, মাওলানা খলিলুর রহমান, নির্বাহী সভাপতি, শান্তিগঞ্জ, এম আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক, শান্তিগঞ্জ, মাওলানা এরশাদ খান আল হাবিব, সদস্য সচিব, জগন্নাথপুর, হাফিজ হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক, শান্তিগঞ্জ, মাওলানা আতিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, শান্তিগঞ্জ, মাওলানা শাহীনুর রহমান শাহীন, যুব বিষয়ক সম্পাদক, জেলা জমিয়ত, মাওলানা কবির আহমদ খান, সভাপতি, জেলা যুব জমিয়ত, মাওলানা ওয়েস আহমদ, সাংগঠনিক সম্পাদক, মুফতি সুহাইল আহমদ, সভাপতি, জেলা ছাত্র জমিয়ত, আহমেদ মারজান, সাধারণ সম্পাদক, কবির আহমেদ, সভাপতি, শান্তিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত, মাওলানা আব্দুল্লাহ নোমানসহ আরও অনেকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত