বড়লেখা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৮: ৪৮

বাংলাদেশ-ভারত সীমান্তের মৌলভীবাজারের বড়লেখা যেন এক মানবিক ট্র্যাজেডির নীরব সাক্ষী হয়ে উঠেছে। দিনদিন বাড়ছে ‘পুশইন’ এর ঘটনা।

শনিবার (২৬ জুলাই) বড়লেখা উপজেলার নিউপাল্লাথল বিওপি এলাকার বাতামোড়ল পান পুঞ্জিকা সীমান্ত পয়েন্ট দিয়ে ১১জন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করে ফেরার পথে বিজিবির হাতে আটক হন।

বিজ্ঞাপন

আটকদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং চারজন শিশু রয়েছে। তাদের সঙ্গে থাকা এক দালালকেও আটক করা হয়েছে। তারা সবাই সুনামগঞ্জ জেলার একটি বেদে পল্লীর বাসিন্দা।

বড়লেখা সীমান্ত দিয়ে এ পর্যন্ত বিজিবি ৩৬৭ জনকে পুশইনের সময় আটক করেছে। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, আটকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচয় যাচাই করে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান মোল্লা জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত