শ্রীমঙ্গলে ৯৯৯-এ কলে সাড়া নেই পুলিশের, জনমনে চরম উৎকণ্ঠা

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২১: ৫৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শহর ও শহরতলীর একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। ভুক্তভোগীরা অভিযোগ করছেন, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেও তারা সময়মতো পুলিশি সহায়তা পাচ্ছেন না।

বিজ্ঞাপন

শুক্রবার ও শনিবার রাতে উপজেলার হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড, উত্তর ভাড়াউড়া, মাস্টারপাড়া ও রামনগর এলাকায় পরপর চুরির ঘটনা ঘটে। চোরেরা তালা ও সাটার ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মালামাল লুট করে নিয়ে যায়। এসব ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

হবিগঞ্জ রোডের রহমান স্যানিটারি ওয়ারের ম্যানেজার শাহিন মিয়া বলেন, “চোরেরা দোকানের তালা ভেঙে দেড় লাখ টাকা ও সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে।”

একই এলাকার কাশেম স্টোরের মালিক আকিব আহমেদ জানান, ‘পাঁচটি তালা ভেঙে নগদ ২৫ হাজার টাকা ও দেড় লাখ টাকার পণ্য চুরি হয়।’

উত্তর ভাড়াউড়ার দ্বীপেন্দ্র ভট্টাচার্য বলেন, ‘রাত তিনটার দিকে চোরেরা বাসায় ঢুকে আলমিরার ড্রয়ার ভেঙে ৫০-৬০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায়। জামাই ৯৯৯-এ ফোন করলে জানানো হয়, পুলিশ অন্যত্র ব্যস্ত। কিন্তু দুপুর ২টা পর্যন্ত কেউ আসেনি।’

সম্প্রতি রামনগর এলাকার শিক্ষক হাবিবুর রহমান ও সাবিনা ইয়াসমিনের বাড়ি থেকেও স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে।

শুধু চুরি নয়, ছিনতাইও বেড়েছে এলাকায়। ৫ অক্টোবর রাতে দুই ব্যবসায়ী আফজল মিয়া ও ফয়সল মিয়ার কাছ থেকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘কিছু চুরির ঘটনা তদন্তাধীন। চোরদের শনাক্তে আমরা কাজ করছি।’

৯৯৯-এ কল করেও সহায়তা না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘চোর পালিয়ে যাওয়ার পর ফোন করা হয়েছিল। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, ‘কম জনবল থাকা সত্ত্বেও আমরা টহল জোরদার করেছি। আমি নিজেও রাতে মাঠে থাকি। দ্রুত চুরি-ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হবে।’

স্থানীয় সচেতন মহলের মত, ‘চুরি-ছিনতাইয়ের লাগাম টেনে না ধরলে শহরের আইনশৃঙ্খলা আরো অবনতির দিকে যাবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত