সরদার আনিছ
বিদেশ থেকে আমদানির কারণে চালের বাজারে পাইকারি পর্যায়ে কিছুটা দাম কমলেও খুচরা পর্যায়ে এখনো এর কোনো প্রভাব পড়েনি। আগের দামেই খুচরা বাজারে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা চাল পুরোপুরি বাজারে এলে চালের দাম কমতে পারে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের রনি রাইস এজেন্সির স্বত্বাধিকারী মনিরুল ইসলাম আমার দেশকে বলেন, মাঝারি জাতের পাইজাম চালের দাম বস্তায় ১০০ টাকা পর্যন্ত কমেছে। এ চালের দাম আরো কমতে পারে। বর্তমানে পাইকারি বাজারে ভারতীয় নাজিরশাইল কেজিতে পাঁচ থেকে সাত টাকা কমে ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে তিন হাজার ৭৫০ টাকায়। পাইজাম চাল বিক্রি হচ্ছে দুই হাজার ৮৫০ টাকায়।
ব্যবসায়ী সোহরাব হোসেন জানান, সিদ্ধ চালের দাম কিছুটা নিম্নমুখী হওয়ার ইঙ্গিত থাকলেও সপ্তাহের ব্যবধানে সব ধরনের আতপ চালের দাম বস্তাপ্রতি ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। বাবুর্চি ও ফারুক আতপ চাল বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা এবং বিভিন্ন করপোরেট ব্যান্ডের আতপ চাল বস্তায় ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।
খুচরা বিক্রেতা ইমাম উদ্দিন বাবলু আমার দেশকে বলেন, আগের বাড়তি দামেই চাল বিক্রি হচ্ছে, দাম কমেনি। কমার কোনো সম্ভাবনাও দেখছি না।
বেনাপোল স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ আমার দেশকে বলেন, ভারতে চালের দাম বেড়ে যাওয়ায় ওইভাবে চাল আমদানি হচ্ছে না। যেখানে চার থেকে পাঁচ হাজার টন চাল আমদানি হওয়ার কথা, সেখানে গত বুধবার মাত্র ২৫০ টন চাল বেনাপোল বন্দর দিয়ে ঢুকেছে। যে হারে চাল আমদানি হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। ফলে আমদানির প্রভাব নেই দেশের চালের বাজারে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের নাজমুল হক আমার দেশকে বলেন, আমদানির পর দিনাজপুরে চালের দাম কেজিতে দুই থেকে চার টাকা পর্যন্ত কমেছে। আমদানি অব্যাহত থাকলে দাম আরো কমতে পারে।
এদিকে আইপির অনুমতি বন্ধ থাকায় হিলি ও বেনাপোল দিয়ে পেঁয়াজের আমদানি বন্ধ হয়ে গেছে। ফলে পেঁয়াজের বাজারে দামে কোনো প্রভাব নেই। কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা শফিকুল ইসলাম আমার দেশকে বলেন, গত সপ্তাহে ভারত থেকে আমদানির খবরে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত কমলেও চলতি সপ্তাহে ফের বাড়ছে। গতকাল কেজিতে দুই টাকা বাড়তি দামে কিনতে হয়েছে বলে জানান কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী মাহফুজ।
গতকাল কারওয়ান বাজারে আড়ত ঘুরে দেখা গেছে, পাইকারি পর্যায়ে দেশি ভালোমানের পেঁয়াজ ৭৬ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে খুচরা বাজারে দেশি ভালোমানের পেঁয়াজ ৮০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে।
এদিকে সব ধরনের সবজি আগের সপ্তাহের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতারা বলছেন, মৌসুমের শেষ; এ কারণে সরবরাহ কমে যাওয়ায় সবজির চাহিদা বেড়েছে। সবজির দাম প্রতিদিনই ব্যাপক ওঠানামা করছে। সবজির বাজারে আলু আর পেঁপের দামই একটু কম, অন্য সব সবজি নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে। পেঁপে এবং আলু ছাড়া ৭০ টাকার নিচে কোনো সবজি নেই বললেই চলে। তবে আমদানি করায় সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কমে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির অতিরিক্ত দামের কারণ জানিয়ে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা ওমর ফারুক আমার দেশকে বলেন, পাইকারি বাজার থেকে আমাদের অতিরিক্ত দামে সব সবজি কিনতে হচ্ছে। বেশিরভাগ সবজির মৌসুম এখন শেষ, নতুন করে সবজি বাজারে ওঠার আগ পর্যন্ত এ অবস্থা চলতে পারে।
গতকাল রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজারে আগের সপ্তাহের মতো সবজির বাড়তি দামের চিত্রই দেখা যায়। কারওয়ান বাজারে প্রতি কেজি পেঁপে ২৫-৩০ টাকায়, আলু ২০ টাকা, কচুর লতি ৭০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙে ৮০ টাকা, পটোল ৭০ টাকা, ধুন্দল ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, মুলা ৮০ টাকা এবং করলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ঢ্যাঁড়স ৮০ টাকা, শসা ৬০-৭০ টাকা, বেগুন (গোল) ১২০ টাকা, বেগুন (লম্বা) ৮০-৯০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, কচু প্রতি কেজি ৬০ টাকা এবং গাজর প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
আগের সপ্তাহের তুলনায় ডিমের দাম কিছুটা কমে ডজন ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাড়া-মহল্লার দোকানে তা ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গরু ও খাসির গোশতের দাম স্থিতিশীল। প্রতি কেজি গরুর গোশত ৭০০-৭৫০ টাকা এবং খাসির গোশত এক হাজার ১০০ টাকা থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সব ধরনের মাছ বাড়তি দামেই বিক্রি হচ্ছে।
বিদেশ থেকে আমদানির কারণে চালের বাজারে পাইকারি পর্যায়ে কিছুটা দাম কমলেও খুচরা পর্যায়ে এখনো এর কোনো প্রভাব পড়েনি। আগের দামেই খুচরা বাজারে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা চাল পুরোপুরি বাজারে এলে চালের দাম কমতে পারে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের রনি রাইস এজেন্সির স্বত্বাধিকারী মনিরুল ইসলাম আমার দেশকে বলেন, মাঝারি জাতের পাইজাম চালের দাম বস্তায় ১০০ টাকা পর্যন্ত কমেছে। এ চালের দাম আরো কমতে পারে। বর্তমানে পাইকারি বাজারে ভারতীয় নাজিরশাইল কেজিতে পাঁচ থেকে সাত টাকা কমে ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে তিন হাজার ৭৫০ টাকায়। পাইজাম চাল বিক্রি হচ্ছে দুই হাজার ৮৫০ টাকায়।
ব্যবসায়ী সোহরাব হোসেন জানান, সিদ্ধ চালের দাম কিছুটা নিম্নমুখী হওয়ার ইঙ্গিত থাকলেও সপ্তাহের ব্যবধানে সব ধরনের আতপ চালের দাম বস্তাপ্রতি ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। বাবুর্চি ও ফারুক আতপ চাল বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা এবং বিভিন্ন করপোরেট ব্যান্ডের আতপ চাল বস্তায় ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।
খুচরা বিক্রেতা ইমাম উদ্দিন বাবলু আমার দেশকে বলেন, আগের বাড়তি দামেই চাল বিক্রি হচ্ছে, দাম কমেনি। কমার কোনো সম্ভাবনাও দেখছি না।
বেনাপোল স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ আমার দেশকে বলেন, ভারতে চালের দাম বেড়ে যাওয়ায় ওইভাবে চাল আমদানি হচ্ছে না। যেখানে চার থেকে পাঁচ হাজার টন চাল আমদানি হওয়ার কথা, সেখানে গত বুধবার মাত্র ২৫০ টন চাল বেনাপোল বন্দর দিয়ে ঢুকেছে। যে হারে চাল আমদানি হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। ফলে আমদানির প্রভাব নেই দেশের চালের বাজারে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের নাজমুল হক আমার দেশকে বলেন, আমদানির পর দিনাজপুরে চালের দাম কেজিতে দুই থেকে চার টাকা পর্যন্ত কমেছে। আমদানি অব্যাহত থাকলে দাম আরো কমতে পারে।
এদিকে আইপির অনুমতি বন্ধ থাকায় হিলি ও বেনাপোল দিয়ে পেঁয়াজের আমদানি বন্ধ হয়ে গেছে। ফলে পেঁয়াজের বাজারে দামে কোনো প্রভাব নেই। কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা শফিকুল ইসলাম আমার দেশকে বলেন, গত সপ্তাহে ভারত থেকে আমদানির খবরে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত কমলেও চলতি সপ্তাহে ফের বাড়ছে। গতকাল কেজিতে দুই টাকা বাড়তি দামে কিনতে হয়েছে বলে জানান কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী মাহফুজ।
গতকাল কারওয়ান বাজারে আড়ত ঘুরে দেখা গেছে, পাইকারি পর্যায়ে দেশি ভালোমানের পেঁয়াজ ৭৬ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে খুচরা বাজারে দেশি ভালোমানের পেঁয়াজ ৮০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে।
এদিকে সব ধরনের সবজি আগের সপ্তাহের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতারা বলছেন, মৌসুমের শেষ; এ কারণে সরবরাহ কমে যাওয়ায় সবজির চাহিদা বেড়েছে। সবজির দাম প্রতিদিনই ব্যাপক ওঠানামা করছে। সবজির বাজারে আলু আর পেঁপের দামই একটু কম, অন্য সব সবজি নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে। পেঁপে এবং আলু ছাড়া ৭০ টাকার নিচে কোনো সবজি নেই বললেই চলে। তবে আমদানি করায় সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কমে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির অতিরিক্ত দামের কারণ জানিয়ে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা ওমর ফারুক আমার দেশকে বলেন, পাইকারি বাজার থেকে আমাদের অতিরিক্ত দামে সব সবজি কিনতে হচ্ছে। বেশিরভাগ সবজির মৌসুম এখন শেষ, নতুন করে সবজি বাজারে ওঠার আগ পর্যন্ত এ অবস্থা চলতে পারে।
গতকাল রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজারে আগের সপ্তাহের মতো সবজির বাড়তি দামের চিত্রই দেখা যায়। কারওয়ান বাজারে প্রতি কেজি পেঁপে ২৫-৩০ টাকায়, আলু ২০ টাকা, কচুর লতি ৭০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙে ৮০ টাকা, পটোল ৭০ টাকা, ধুন্দল ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, মুলা ৮০ টাকা এবং করলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ঢ্যাঁড়স ৮০ টাকা, শসা ৬০-৭০ টাকা, বেগুন (গোল) ১২০ টাকা, বেগুন (লম্বা) ৮০-৯০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, কচু প্রতি কেজি ৬০ টাকা এবং গাজর প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
আগের সপ্তাহের তুলনায় ডিমের দাম কিছুটা কমে ডজন ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাড়া-মহল্লার দোকানে তা ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গরু ও খাসির গোশতের দাম স্থিতিশীল। প্রতি কেজি গরুর গোশত ৭০০-৭৫০ টাকা এবং খাসির গোশত এক হাজার ১০০ টাকা থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সব ধরনের মাছ বাড়তি দামেই বিক্রি হচ্ছে।
দাবা বিশ্বকাপে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বকারী মনন রেজা নীড়ের বিশ্বজয়ের যাত্রার অংশীদার হতে পেরে গর্বিত বার্জার পেইন্টস বাংলাদেশ।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
২ ঘণ্টা আগেএই তদন্তের ফলে হোয়াইট হাউস যেকোনো আমদানি পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে। বিশ্লেষকদের মতে, এতে আবারও শুরু হতে পারে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ—যা কয়েকদিন আগেই কিছুটা প্রশমিত হয়েছিল।
২ ঘণ্টা আগেআজ, বুধবার, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন’ উপলক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার এবং স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
৩ ঘণ্টা আগে