ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার নিম্নমুখী

  • টানা পাঁচ মাস ধরে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১৮ মে ২০২৫, ২০: ১৩

ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার ধারাবাহিকভাবে কমেছে। গত বছরের অক্টোবরে ভারতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৫৩ কোটি টাকা, চলতি বছরের মার্চে যার পরিমাণ নেমে এসেছে ২৭ কোটি টাকায়। গত বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত টানা পাঁচ মাসে দেশটির সঙ্গে লেনদেন কমেছে। রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংশ্লিষ্টদের মতে, ভারত সীমিত সংখ্যায় ভিসা দেওয়ায় প্রতিবেশী দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকদের সংখ্যা কমেছে। সম্প্রতি ভারতের আগরতলায় সহকারী হাইকমিশনে বাংলাদেশের পতাকা পোড়ানোর ঘটনায় দুই দেশের সম্পর্কে নতুন করে অবনতি ঘটে। একপর্যায়ে আনুষ্ঠানিকভাবে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেশটি। সীমিত পরিসরে চিকিৎসা ভিসা পাওয়া গেলেও তা হাতেগোনা। এরপর থেকে ভ্রমণ ও চিকিৎসাসহ নানা প্রয়োজনে বাংলাদেশিদের অন্যতম গন্তব্য হয়ে ওঠে থাইল্যান্ড ও সিঙ্গাপুর। এ কারণে দেশ দুটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি বেড়েছে।

বিজ্ঞাপন

দেশ দুটোতে ভ্রমণ বাড়ায় বাংলাদেশ ব্যাংক সম্প্রতি চিকিৎসা ব্যয়ে ডলার খরচে সুবিধা বাড়িয়েছে। এখন বিদেশে ১৫ হাজার ডলার পর্যন্ত চিকিৎসা খরচ পাঠানো যাবে। আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ব্যাংকগুলো ১০ হাজার মার্কিন ডলার পাঠাতে পারত।

ব্যাংকাররা জানিয়েছেন, ভারতে ভিসা পেতে সমস্যা হওয়ায় মানুষ অন্য দেশে চিকিৎসার জন্য যাচ্ছে। এসব দেশে চিকিৎসা ব্যয় কিছুটা বেশি হওয়ায় অনেক গ্রাহক বৈধ পথে অর্থ নিতে সমস্যায় পড়ছে। এ জন্য ১৫ হাজার ডলার পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকগুলোকে চিকিৎসা ব্যয় বাবদ অর্থ ছাড় করার সুযোগ দেওয়া হয়েছে।

বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি খরচ হতো ভারতে। ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রেখেছিল ভারত। গত জুলাইয়ে ভারতকে ছাড়িয়ে শীর্ষস্থানে উঠে যায় যুক্তরাষ্ট্র। এরপর থেকে ধারাবাহিকভাবে দেশটি শীর্ষস্থান ধরে রেখেছে। অপরদিকে ভারত শীর্ষস্থান থেকে এখন পাঁচ নম্বরে নেমে এসেছে।

তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে ভারতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছে ৪৭ কোটি, ডিসেম্বরে ৪০ কোটি, চলতি বছরের জানুয়ারিতে তা ৩২ কোটি, ফেব্রুয়ারিতে ২৯ কোটি এবং সর্বশেষ মার্চে লেনদেন হয়েছে ২৭ কোটি টাকা।

এদিকে সার্বিকভাবে মার্চে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে লেনদেন বাড়লেও বিদেশে কমেছে। দেশের ভেতরে ও বাইরে ক্রেডিট কার্ডের ব্যবহার নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে ৪৬ তফসিলি ব্যাংক ও একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কার্ড ব্যবহারের তথ্য দেওয়া থাকে। প্রতিবেদন অনুযায়ী, গত মার্চে দেশের ভেতরে ক্রেডিট কার্ডের ব্যবহার ২৬ দশমিক ৫৩ শতাংশ বেড়ে হয়েছিল ৩ হাজার ৭৫৫ কোটি টাকা। গত ফেব্রুয়ারিতে তা ছিল ২ হাজার ৯৬৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলেছে, ঈদ উৎসবের কারণে দেশি ক্রেডিট কার্ড লেনদেনের এই উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।

একইভাবে গত মার্চে দেশের বাইরে কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ ছিল ৩৬১ কোটি টাকা; গত ফেব্রুয়ারিতে ৩৮৩ কোটি টাকা। অর্থাৎ, লেনদেন কমেছে ৫ দশমিক ৮৯ শতাংশ। বিদেশি সংস্থা কর্তৃক ইস্যু করা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে ব্যবহৃত ক্রেডিট কার্ডের লেনদেনের পরিমাণ সামান্য হ্রাস পেয়েছে। মার্চ মাসে ৪ দশমিক ৪০ শতাংশ কমে ২৫৬ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ২৬৮ কোটি টাকা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত