বিকল্প পরিচালক নিয়োগে কঠোর কেন্দ্রীয় ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১২: ৫২
বাংলাদেশ ব্যাংক

বিকল্প পরিচালক নিয়োগ কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। কোনো ব্যাংকের পরিচালক টানা তিন মাস দেশের বাইরে থাকলে তার পক্ষে একজন বিকল্প পরিচালক নিয়োগ দিতে পারেন। এতদিন বিকল্প পরিচালক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগতো না। কেবল অবহিত করতে হতো। এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে বিকল্প পরিচালক নিয়োগ দিতে হবে।

বিজ্ঞাপন

নিয়ম অনুযায়ী, পরপর তিনটি সভা বা তিন মাস কোনো পরিচালক সভায় অংশ না নিলে তার পদশূন্য হয়ে যায়। এর মধ্যে যেটি বেশি সময় হবে, সেটিই কার্যকর হয়। কিন্তু করোনার সময় এই বিধান স্থগিত করা হয়। একইসঙ্গে অনলাইনে পরিচালনা পর্ষদের সভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে ১৮ সেপ্টেম্বর থেকে বিধানটি আবার কার্যকর করা হয়েছে। ফলে সভায় অংশ না নেওয়ার কারণে অনেক পরিচালক চলতি মাসেই পদ হারাবেন বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে। মূলত সরকার পরিবর্তনের পর অনেক পরিচালক পলাতক আছেন। আবার কেউ কেউ বিদেশে অবস্থান করেছেন।

এমন পরিস্থিতিতে পরিচালক পদ ধরে রাখতে অনেকে বিকল্প পরিচালক নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন। এজন্য কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন নেওয়ার বিধান যুক্ত করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত