কৃষি এবং কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে ব্যাংকগুলোর অংশগ্রহণ বাড়াতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এসব খাতে বিতরণ করা ঋণের বিপরীতে আগের তুলনায় কম প্রভিশন সংরক্ষণ করতে হবে। এ বিষয়ে রোববার একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকগুলোকে স্ট্যান্ডার্ড ও স্পেশাল মেনশন অ্যাকাউন্ট (এসএমএ) শ্রেণিভুক্ত ঋণের বিপরীতে যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। তবে স্বল্পমেয়াদি কৃষিঋণ বিতরণ এবং সিএমএসএমই খাতের আওতায় কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প উদ্যোগে ঋণ বিতরণে ব্যাংকগুলোকে উৎসাহিত করতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সিএমএসএমই খাতের আওতাধীন সব অশ্রেণীকৃত (স্ট্যান্ডার্ড ও এসএমএ) স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএসএমই) শিল্প উদ্যোগের ঋণের বিপরীতে শূন্য দশমিক ৫০ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। এর আগে গত ১৩ অক্টোবর জারি করা এক সার্কুলারে এ হার ১ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

