আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাবার কবরের পাশে শায়িত হলেন সুদানে নিহত শান্তিরক্ষী শহীদ সবুজ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

বাবার কবরের পাশে শায়িত হলেন সুদানে নিহত শান্তিরক্ষী শহীদ সবুজ

সুদানে জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত শান্তিরক্ষী লন্ড্রী কর্মচারী সবুজ মিয়ার লাশ তার গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

রোববার দুপুর ২টায় সবুজ মিয়ার লাশ হেলিকপ্টারে করে গাইবান্ধার তুলশীঘাট হেলিপ্যাডে পৌঁছে। এরপর অ্যাম্বুলেন্স যোগে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছী (ছোট ভগবানপুর) গ্রামে শান্তিরক্ষী সবুজ মিয়ার লাশ নেয়া হয়।

বিজ্ঞাপন

ওই গ্রামের মৃত হাবিবুর রহমান ও ছকিনা বেগম দম্পতির ছেলে সবুজ। এসময় পুরো গ্রাম জুড়েই গভীর শোকের ছায়া নেমে আসে। ছোট ভগবানপুর গ্রামের ঈদগাহ মাঠে বাদ যোহর জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

এসময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষে সেনা কর্মকর্তারা এবং পলাশবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

সবুজ মিয়ার লাশ নিজ বাড়িতে পৌঁছানোর পর এক নজর দেখার জন্য ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসীরা। বাড়ির আঙিনায় আহাজারিতে ভেঙে পড়েন তার মা ছকিনা বেগম। বারবার তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্বজন ও প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

এদিকে; নিহত সবুজ মিয়ার স্ত্রী উচ্চ মাধ্যমিক শেষ বর্ষের ছাত্রী নুপুর আক্তার কান্নায় ভেঙে পড়ে বলেন, বিয়ের মাত্র এক বছর আট মাসের মাথায় স্বামীকে হারালাম। সব স্বপ্ন এক মুহূর্তেই শেষ হয়ে গেল।

এরআগে; শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে নিহত ছয় সেনার লাশ ঢাকায় পৌঁছে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের লাশ গ্রহণ করেন। এসময় সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন ও সম্মান জানিয়ে স্যালুট দেন।

উল্লেখ্য; সুদানের ‘আবে’ই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কাদুগলি লজিস্টিক বেসে শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল আনুমানিক ৩টা ৪০ থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এসময় দায়িত্ব পালনরত সবুজ মিয়াসহ বাংলাদেশি শান্তিরক্ষী ছয় সেনা নিহতের ঘটনা ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন