ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আরএফ হুসেন তার পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার সকালে পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
ব্যাংকের পরিচালনা পর্ষদ অতিরিক্ত এমডি এবং কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রেফাত উল্লাহ খানকে এমডি ও সিইও (বর্তমান দায়িত্ব) হিসেবে নিযুক্ত করেছে।
একাধিক সূত্র জানিয়েছে, কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সেলিম পদত্যাগ করেছেন। পরিচালনা পর্ষদ সেলিমের পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়েছে।

