
অর্থনৈতিক রিপোর্টার

চলতি অর্থবছরের (২০২৫-২৬) অক্টোবরে এসে দেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। সরকারি হিসাব অনুযায়ী অক্টোবর মাসে গড় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ১৭ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।
বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মাসিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিবিএসের তথ্যমতে, ২০২৪ সালের একই সময়ে গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ বছরের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে প্রায় ২ দশমিক ৭ শতাংশ।
অক্টোবরে খাদ্যপণ্যের দাম কিছুটা কমে মূল্যস্ফীতির চাপ কমেছে। এ সময় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়ায় ৭ দশমিক ০৮ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যে ব্যয় বেড়েছে। সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ, যা অক্টোবরে বেড়ে হয় ৯ দশমিক ১৩ শতাংশ।
মূল্যস্ফীতির সামান্য এ পতন ইতিবাচক হলেও এটি এখনো বাজেট লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি। চলতি অর্থবছরের জাতীয় বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে এই হার ৮ শতাংশের ঘরেই স্থির থাকায় সে লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে। ঋণ ও টাকা প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ।
বিবিএসের তথ্যে আরো দেখা যায়, শহরের মানুষের জীবনযাত্রার ব্যয় এখন গ্রামাঞ্চলের তুলনায় বেশি। অক্টোবর মাসে শহরে গড় মূল্যস্ফীতি হয় ৮ দশমিক ৩৩ শতাংশ, যেখানে গ্রামে তা ৮ দশমিক ১৬ শতাংশ। শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৫ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে ৮ দশমিক ৫১ শতাংশ।
অন্যদিকে, গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশে আর খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৪১ শতাংশে।

চলতি অর্থবছরের (২০২৫-২৬) অক্টোবরে এসে দেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। সরকারি হিসাব অনুযায়ী অক্টোবর মাসে গড় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ১৭ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।
বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মাসিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিবিএসের তথ্যমতে, ২০২৪ সালের একই সময়ে গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ বছরের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে প্রায় ২ দশমিক ৭ শতাংশ।
অক্টোবরে খাদ্যপণ্যের দাম কিছুটা কমে মূল্যস্ফীতির চাপ কমেছে। এ সময় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়ায় ৭ দশমিক ০৮ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যে ব্যয় বেড়েছে। সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ, যা অক্টোবরে বেড়ে হয় ৯ দশমিক ১৩ শতাংশ।
মূল্যস্ফীতির সামান্য এ পতন ইতিবাচক হলেও এটি এখনো বাজেট লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি। চলতি অর্থবছরের জাতীয় বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে এই হার ৮ শতাংশের ঘরেই স্থির থাকায় সে লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে। ঋণ ও টাকা প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ।
বিবিএসের তথ্যে আরো দেখা যায়, শহরের মানুষের জীবনযাত্রার ব্যয় এখন গ্রামাঞ্চলের তুলনায় বেশি। অক্টোবর মাসে শহরে গড় মূল্যস্ফীতি হয় ৮ দশমিক ৩৩ শতাংশ, যেখানে গ্রামে তা ৮ দশমিক ১৬ শতাংশ। শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৫ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে ৮ দশমিক ৫১ শতাংশ।
অন্যদিকে, গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশে আর খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৪১ শতাংশে।

সমস্যাগ্রস্ত পাঁচ শরিয়াহ্ভিত্তিক ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আর ব্যাংকগুলোর দায়িত্ব বুঝে নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকরা। ফলে এখন থেকে ওই পাঁচ ব্যাংক পরিচালনা করবেন তারা।
২ ঘণ্টা আগে
দেশের বয়স্ক, বিধবা, প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ, বেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের মানুষসহ বিভিন্ন পর্যায়ের ৭৫ লাখের বেশি উপকারভোগী তাদের নগদ ওয়ালেটের মাধ্যমে সরকারি ভাতা গ্রহণ করেছেন। এসব ভাতার মধ্যে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের জন্য মাসে ৯০০ টাকা
৭ ঘণ্টা আগে
সমস্যাগ্রস্ত ৫ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
১০ ঘণ্টা আগে
পেঁয়াজের দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি আছে। দেশে ভালো উৎপাদন হলেও কৃত্রিম সংকট তৈরি করে আমদানির পাঁয়তারা করা হচ্ছে। এ কাজটি তারা প্রতি বছরই করে থাকে। ফলে এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, পেঁয়াজের দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার বাইরে যাবে বলে আশঙ্কা প্রকাশ ক্যাব সহসভাপতি এসএম নাজের...
১ দিন আগে