অক্টোবরে সামান্য কমেছে মূল্যস্ফীতি

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২১: ৫৯

চলতি অর্থবছরের (২০২৫-২৬) অক্টোবরে এসে দেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। সরকারি হিসাব অনুযায়ী অক্টোবর মাসে গড় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ১৭ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।

বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মাসিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিবিএসের তথ্যমতে, ২০২৪ সালের একই সময়ে গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ বছরের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে প্রায় ২ দশমিক ৭ শতাংশ।

অক্টোবরে খাদ্যপণ্যের দাম কিছুটা কমে মূল্যস্ফীতির চাপ কমেছে। এ সময় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়ায় ৭ দশমিক ০৮ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যে ব্যয় বেড়েছে। সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ, যা অক্টোবরে বেড়ে হয় ৯ দশমিক ১৩ শতাংশ।

মূল্যস্ফীতির সামান্য এ পতন ইতিবাচক হলেও এটি এখনো বাজেট লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি। চলতি অর্থবছরের জাতীয় বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে এই হার ৮ শতাংশের ঘরেই স্থির থাকায় সে লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়েছে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে। ঋণ ও টাকা প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ।

বিবিএসের তথ্যে আরো দেখা যায়, শহরের মানুষের জীবনযাত্রার ব্যয় এখন গ্রামাঞ্চলের তুলনায় বেশি। অক্টোবর মাসে শহরে গড় মূল্যস্ফীতি হয় ৮ দশমিক ৩৩ শতাংশ, যেখানে গ্রামে তা ৮ দশমিক ১৬ শতাংশ। শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৫ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে ৮ দশমিক ৫১ শতাংশ।

অন্যদিকে, গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশে আর খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৪১ শতাংশে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত