ব্র্যাক ব্যাংক ১০০ শ্রবণ ও বাক প্রতিবন্ধী নারীকে সেলাই প্রশিক্ষণ দেবে

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৮: ১৪

ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন অফ দ্য ডেফ (BNFD) এর সাথে অংশীদারিত্বে, এবছরের মধ্যে ১০০ জন শ্রবণ ও বাক প্রতিবন্ধী নারীকে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে।

ব্র্যাক ব্যাংকের যোগাযোগ প্রধান একরাম কবির এবং মো. মোশাররফ হোসেন, ৩০ জুন ঢাকার BNFD-এর বিজয়নগর প্রাঙ্গণে BNFD-এর প্রশাসক এই চুক্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ CSR উদ্যোগ, Aporajeyo Ami-এর অধীনে, সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটি এই মহিলাদের চাহিদা অনুসারে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করবে। সমাপ্তির পর, প্রশিক্ষণার্থীরা গৃহ-ভিত্তিক ব্যবসা শুরু করার জন্য বা আনুষ্ঠানিক কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন পাবেন, যা অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক অন্তর্ভুক্তির পথ প্রশস্ত করবে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (বর্তমান দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান বলেন: “আমরা বিশ্বাস করি যে প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তি অবশ্যই সেইসব মানুষের কাছে প্রসারিত হতে হবে যারা প্রায়শই বঞ্চিত থাকে। এই অংশীদারিত্ব নিশ্চিত করে যে বধির সম্প্রদায়ের সদস্যরা সজ্জিত, ক্ষমতায়িত এবং তাদের নিজস্ব ভবিষ্যত গঠনে নিযুক্ত।.

মো. মোশাররফ হোসেন আরও বলেন: “এই সহযোগিতা আমাদের সম্প্রদায়ের সদস্যদের ব্যবহারিক দক্ষতা এবং জীবিকা নির্বাহের উপায় দিয়ে সজ্জিত করে। ব্র্যাক ব্যাংকের সহায়তা টেকসই উদ্যোগের মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধী সম্প্রদায়ের উন্নয়নে আমাদের ক্ষমতাকে শক্তিশালী করে। এটি অন্তর্ভুক্তি এবং দীর্ঘমেয়াদী ক্ষমতায়নের প্রতি একটি যৌথ প্রতিশ্রুতি তুলে ধরে।”

উভয় সংস্থাই আশা করে যে এই কর্মসূচি তৈরি পোশাক (RMG) শিল্পে শ্রবণ ও বাক প্রতিবন্ধী দক্ষ নারীদের অন্তর্ভুক্তির সুযোগ তৈরি করবে।

'অপরাজেয় আমি' উদ্যোগটি সমাজকল্যাণ এবং আরও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রতি ব্র্যাক ব্যাংকের অটল প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

মূল্যবোধ-ভিত্তিক সংস্থা হিসেবে, ব্র্যাক ব্যাংক আর্থিক বাধা এবং সামাজিক নিষেধাজ্ঞা ভেঙে সিএসআর উদ্যোগগুলিকে প্রচার করে চলেছে, যা ব্যক্তিদের জন্য তাদের সম্ভাবনা উপলব্ধি করার এবং অর্থপূর্ণ জীবনযাপনের সুযোগ তৈরি করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত