স্টাফ রিপোর্টার
এনসিসি ব্যাংক এর পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আবদুস সালাম।
তিনি ১৯৬৫ সালে বাংলাদেশ প্রকেশৗল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন করেন। গত কয়েক দশক ধরে তিনি বাংলাদেশের ইলেক্ট্রোমেকানিক্যাল ইন্সটলেশনের ক্ষেত্রে একজন অগ্রণী বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার পেশাগত জীবনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ভারত, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা প্রকেশৗলীদের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন।
তিনি বাংলাদেশের প্রথম কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এবং প্রথম অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনার উদ্যোক্তা হিসেবে স্বীকৃত। তার গভীর প্রযুক্তিগত দক্ষতার ফলে তিনি ৫০ থেকে ৪০০ মেগাওয়াট ক্ষমতার অসংখ্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা দেশের জ্বালানি অবকাঠামো উন্নয়নে এক মাইলফলক। ভারী প্রকেশৗল খাতে ইঞ্জিনিয়ার সালামের অবদান অনন্য। তিনি ৩৫০ টন ধারণক্ষমতা সম্পন্ন অতিভারী রেল ট্রলির নির্মাণ এবং ২০০, ৬০০ ও ১০০০ টন ধারণক্ষমতার তিনটি ভাসমান ক্রেন নির্মাণে নেতৃত্ব দিয়েছেন যার মধ্যে শেষ দুটি দেশের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ভাসমান ক্রেন। একজন সফল উদ্যোক্তা হিসেবে তিনি দ্য বেঙ্গল ইলেকট্রিক লিমিটেড, মাল্টিপল ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, গংগাটিয়া ফিশারিজ লিমিটেড, বেঙ্গল শিপইয়ার্ড লিমিটেডসহ বিভিন্ন খাতে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক।
প্রযুক্তি ও ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি, সমাজসেবায়ও ইঞ্জিনিয়ার সালামের ভূমিকা প্রশংসনীয়। কিশোরগঞ্জ জেলার একটি প্রত্যন্ত গ্রামে তিনি ছয়তলা বিশিষ্ট একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন, যাতে সেখানে বসবাসরত দরিদ্র শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়। এছাড়াও, মেধাবী অথচ দরিদ্র শিক্ষার্থীদের প্রতি তার সহায়ক মনোভাব সমাজে ব্যাপকভাবে সমাদৃত।
এনসিসি ব্যাংক এর পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আবদুস সালাম।
তিনি ১৯৬৫ সালে বাংলাদেশ প্রকেশৗল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন করেন। গত কয়েক দশক ধরে তিনি বাংলাদেশের ইলেক্ট্রোমেকানিক্যাল ইন্সটলেশনের ক্ষেত্রে একজন অগ্রণী বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার পেশাগত জীবনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ভারত, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা প্রকেশৗলীদের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন।
তিনি বাংলাদেশের প্রথম কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এবং প্রথম অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনার উদ্যোক্তা হিসেবে স্বীকৃত। তার গভীর প্রযুক্তিগত দক্ষতার ফলে তিনি ৫০ থেকে ৪০০ মেগাওয়াট ক্ষমতার অসংখ্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা দেশের জ্বালানি অবকাঠামো উন্নয়নে এক মাইলফলক। ভারী প্রকেশৗল খাতে ইঞ্জিনিয়ার সালামের অবদান অনন্য। তিনি ৩৫০ টন ধারণক্ষমতা সম্পন্ন অতিভারী রেল ট্রলির নির্মাণ এবং ২০০, ৬০০ ও ১০০০ টন ধারণক্ষমতার তিনটি ভাসমান ক্রেন নির্মাণে নেতৃত্ব দিয়েছেন যার মধ্যে শেষ দুটি দেশের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ভাসমান ক্রেন। একজন সফল উদ্যোক্তা হিসেবে তিনি দ্য বেঙ্গল ইলেকট্রিক লিমিটেড, মাল্টিপল ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, গংগাটিয়া ফিশারিজ লিমিটেড, বেঙ্গল শিপইয়ার্ড লিমিটেডসহ বিভিন্ন খাতে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক।
প্রযুক্তি ও ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি, সমাজসেবায়ও ইঞ্জিনিয়ার সালামের ভূমিকা প্রশংসনীয়। কিশোরগঞ্জ জেলার একটি প্রত্যন্ত গ্রামে তিনি ছয়তলা বিশিষ্ট একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন, যাতে সেখানে বসবাসরত দরিদ্র শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়। এছাড়াও, মেধাবী অথচ দরিদ্র শিক্ষার্থীদের প্রতি তার সহায়ক মনোভাব সমাজে ব্যাপকভাবে সমাদৃত।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামকেও অনুরূপ শাস্তি দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
১ দিন আগেব্যাংক সূত্রে জানা গেছে, অডিট টিমের তদন্ত শেষে অনিয়মের পূর্ণাঙ্গ চিত্র ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে ব্যাংকের পক্ষ থেকে দুর্নীতি দমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যাতে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনী শাস্তিমুলক ব্যবস্হার মুখোমুখি করা যায়।
১ দিন আগেবাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সরকারি ক্রয় বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চ-পদস্থ নীতি নির্ধারণী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেছে।
২ দিন আগে