দুদকের মামলা

এনবিআর সদস্য থেকে সরিয়ে দেয়া হলো বেলাল চৌধুরীকে

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৭: ১৩
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ২০: ৪৪

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইসিটি) থেকে বেলাল হোসাইন চৌধুরিকে সরিয়ে দেয়া হয়েছে। সদস্য পদ থেকে সরিয়ে কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসাবে বদলী করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার রাষ্ট্রপতির আদেশে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। একই প্রজ্ঞাপনে কর আপীল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট লুৎফর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডে ন্যস্ত করা হয়েছে। তার পদায়নের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি এনবিআর।

উল্লেখ্য, প্রায় ৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল মঙ্গলবার দুদকের উপ পরিচালক সাইদুজ্জামান কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত