আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুদকের মামলা

এনবিআর সদস্য থেকে সরিয়ে দেয়া হলো বেলাল চৌধুরীকে

অর্থনৈতিক রিপোর্টার
এনবিআর সদস্য থেকে সরিয়ে দেয়া হলো বেলাল চৌধুরীকে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইসিটি) থেকে বেলাল হোসাইন চৌধুরিকে সরিয়ে দেয়া হয়েছে। সদস্য পদ থেকে সরিয়ে কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসাবে বদলী করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার রাষ্ট্রপতির আদেশে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। একই প্রজ্ঞাপনে কর আপীল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট লুৎফর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডে ন্যস্ত করা হয়েছে। তার পদায়নের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি এনবিআর।

উল্লেখ্য, প্রায় ৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল মঙ্গলবার দুদকের উপ পরিচালক সাইদুজ্জামান কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন