পাকিস্তানের অভিনেত্রী ও মডেল হানিয়া আমিরের বাংলাদেশ সফর সম্প্রতি বেশ আলোচনায় ছিল। সানসিল্ক বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই সফরে তিনি জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে একটি এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট সেশনে অংশ নেন।
সেখানে হানিয়া নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সানসিল্কের নতুন গ্লাস শাইন প্রোপোজিশন নিয়ে কথা বলেন, যা সবাইকে বেশ অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানটি ছিল শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য, যেখানে উচ্ছ্বাস ও ইতিবাচক প্রতিক্রিয়ার ছোঁয়া স্পষ্ট ছিল।
সফর শেষে হানিয়া আমির রোববার রাতে বাংলাদেশ ত্যাগ করেছেন, তবে তার এই ভিজিটের স্মৃতি ও প্রভাব এখনও রয়ে গেছে আলোচনায়।
আন্তর্জাতিক ব্র্যান্ড সানসিল্কের আমন্ত্রণে তিনি গত বৃহস্পতিবার ঢাকায় এসেছিলেন।
ঢাকায় এসে হানিয়া আমির তার সহজ ও বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য ভক্তদের মন জয় করে নেন। প্রথম দিনেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলায় একটি ছবি শেয়ার করে লেখেন, “আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?” তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এরপর শুক্রবার সকালে তিনি কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের সঙ্গে ঢাকার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে তাকে আহসান মঞ্জিলের সামনে ফুচকা ও ঝালমুড়ি খেতে এবং রিকশায় চড়তে দেখা যায়।

