এতদিন তুলা আমদানির ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরশীল ছিল বাংলাদেশ। বর্তমানে এই খাতে বাংলাদেশের শীর্ষস্থানীয় উৎস হলো ব্রাজিল। এর মধ্য দিয়ে তুলা আমদানিতে ধীরে ধীরে ভারত-নির্ভরতা কমাচ্ছে বাংলাদেশ।
‘বাংলাদেশ মুভস অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া, মেকস ব্রাজিল ইটস টপ কটন সোর্স’শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের দীর্ঘ দিনের আধিপত্যের অবসান ঘটিয়ে বাংলাদেশে কাঁচা তুলা সরবরাহের বৃহত্তম উৎস হয়ে উঠেছে ব্রাজিল। চীনের পর বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় বৃহৎ রপ্তানিকারক বাংলাদেশ। তবে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর তুলা আমদানির ক্ষেত্রে ভারতকে এড়িয়ে ব্রাজিলের দিকে মনোনিবেশ করছে ঢাকা।
যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের (ইউএসডিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে টপকে বাংলাদেশে শীর্ষ সরবরাহকারী দেশ হয়ে উঠেছে ব্রাজিল। তা সত্ত্বেও বাংলাদেশে তুলা বা সুতা সরবরাহের অন্যতম প্রধান উৎস এখনো ভারত। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে মোট তুলা বা সুতা আমদানির শতকরা প্রায় ৮২ শতাংশ এসেছে ভারত থেকে।
২০২৫ সালের জুলাইয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এই রপ্তানি থেকে আসে দেশের বার্ষিক জাতীয় প্রবৃদ্ধির (জিডিপি) শতকরা প্রায় ১০ শতাংশ। তৈরি পোশাক খাতে নিয়োজিত আছে প্রায় ৪০ লাখ মানুষ। তাদের মধ্যে বেশির ভাগই নারী। ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৮.২৮ মিলিয়ন বেল তুলা বা সুতা আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে ব্রাজিল সরবরাহ করেছে ১.৯ মিলিয়ন বেল, যা মার্কেট শেয়ারের প্রায় ২৫ শতাংশ।
যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় ডিসেম্বরে এক প্রতিবেদনে বলেছে, এ সময়ে ১.৪ মিলিয়ন বেল তুলা সরবরাহ করে দ্বিতীয় অবস্থানে নেমে গেছে ভারত। ঠিক এক বছর আগে ভারত ১.৭৯ মিলিয়ন বেল রপ্তানি করে শীর্ষে ছিল। তখন রপ্তানিতে শতকরা ২৩ শতাংশ ছিল ভারতের। বাংলাদেশে স্পিনিং শিল্পে কাঁচা তুলা দুই রকম সুতা তৈরিতে ব্যবহৃত হয়। তা হলো সুতির সুতা ও মিশ্র সুতা। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট তুলা আমদানি গত বছরের তুলনায় ৫.২ শতাংশ বেড়েছে।
ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে যেখানে ৭.৮ মিলিয়ন বেল তুলা আমদানি হয়েছিল, সেখানে এ বছরে এ সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে বাংলাদেশে কাঁচা তুলার সবচেয়ে বড় উৎস হিসেবে উঠে এসেছে ব্রাজিল। এছাড়া যুক্তরাষ্ট্র (৭ শতাংশ), অস্ট্রেলিয়া এবং পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশও বাংলাদেশে তুলা সরবরাহ করে থাকে।


দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করছে ভারতের ‘নিউ নরমাল’ নীতি