এনবিআর

সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে ৫ লাখের বেশি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১: ২৪

বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে এ পর্যন্ত ৫ লাখের বেশি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি বছরের জুন থেকে ১৯টি সংস্থার সার্টিফিকেট সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে প্রদান বাধ্যবাধকতা আরোপ করা হয়। চালু করার তিনমাসের মাথায় ৫ লাখের বেশি সার্টিফিকেট ইস্যুর রেকর্ড অর্জিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবা রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করেছে এনবিআর। অনুষ্ঠানে জানানো হয়, সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে এ পর্যন্ত মোট ৫ লাখ ৭৮ হাজার ৪৯১টি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট অনলাইনে ইস্যু করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরো জানানো হয়, অনলাইনে ইস্যুকৃত এসব সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটসমূহের মধ্যে ৮৪ শতাংশের ক্ষেত্রে আবেদন দাখিলের ১ ঘণ্টার মধ্যে এবং ৯৫ শতাংশের ক্ষেত্রে আবেদন দাখিলের ১ দিনের ইস্যু করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। এনবিআর চেয়ারম্যান মো: আবদুর রহমান খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এতে উপস্থিত রয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত