বিশ্বে বাড়লেও এখনই তেলের দাম বাড়ানোর চিন্তা নেই: অর্থ উপদেষ্টা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১২: ৪৮
আপডেট : ১৭ জুন ২০২৫, ১২: ৫৪
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে এখনই বাড়ানোর চিন্তা নেই। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থ উপদেষ্টা বলেন, ইরান-ইসরাইল যুদ্ধের কোনো প্রভাব নেই বাণিজ্যে। আপাতত আগের দামেই জ্বালানিসহ প্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে; তবে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার।

তিনি আরও বলেন, যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও প্রভাব পড়তে পারে। তবে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত