আসিয়ানে পূর্ব তিমুর, অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদের শুভেচ্ছা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১২: ০৪
বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

পূর্ব তিমুর আনুষ্ঠানিকভাবে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ানের ১১তম সদস্য হিসেবে যোগ দিয়েছে। রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই জোটে যোগ দেয় এশিয়ার নবীনতম দেশটি। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ।

পূর্ব তিমুর জোটে যোগ দেয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। কুতুবউদ্দিন আহমেদ এই মাইলফলককে স্বাগত জানিয়ে বলেন, ‘তিমুর-লেস্তের (পূর্ব তিমুর) আসিয়ানে যোগদান তাদের জনগণের জন্য এক ঐতিহাসিক অর্জন, আর আমাদের দেশের জন্য এটি নতুন সম্পর্ক গড়ার সুবর্ণ সুযোগ। তিমুর-লেস্তের অনারারি কনসাল হিসেবে আমি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো গভীর করতে এবং তিমুর-লেস্তের উন্নয়ন যাত্রায় বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে আগ্রহী।’

বিজ্ঞাপন

দেশের অন্যতম শীর্ষ উদ্যোক্তা ও শিল্পপতি এবং এনভয় টেক্সটাইলস ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও উদীয়মান এশীয় বাজারগুলোর মধ্যে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে কাজ করছেন। তার মতে, তিমুর-লেস্তের আসিয়ানে অন্তর্ভুক্তি বাণিজ্য, বিনিয়োগ, নির্মাণ, অবকাঠামো, শিক্ষা ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

অনারারি কনসাল হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে কুতুবউদ্দিন আহমেদ তিমুর-লেস্তেতে বাংলাদেশের শিল্প উন্নয়ন, টেকসই উৎপাদন এবং প্রযুক্তিগত দক্ষতার প্রচারে কাজ করে যাচ্ছেন। তার মতে, আসিয়ানের নতুন কাঠামো দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ, বিনিয়োগ এবং নতুন ভাবনা ও দৃষ্টিভঙ্গির আদান-প্রদানের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম তৈরি করবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত