ভুতাপেক্ষ পদোন্নতি পেলেন এনবিআরের অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তা

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১৫

আওয়ামী লীগ আমলে পদোন্নতি বঞ্চিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তাকে ভুতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। এরা হলেন-ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া ও মকবুল হোসেন পাইক। দুইজনকে গ্রেড-২ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পদোন্নতির বিষয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মো. জাকির হোসেন এতে স্বাক্ষর করেন।

সাজ্জাদ হোসেন ভুইয়া অতিরিক্ত কর কমিশনার হিসাবে ২০২২ সালের ১৪ অক্টোবর পিআরএল-এ যান। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি ২০১৮ সালের ৪ এপ্রিল থেকে গ্রেড-৩ পদে এবং ২০২১ সালের ২ ডিসেম্বর থেকে তিনি গ্রেড-২ পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে সাজ্জাদ হোসেন ফাইন্যান্সিয়াল রিপোটিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন।

অপরদিকে মকবুল হোসেন পাইক গ্রেড-৩ পদমর্যাদায় কর কমিশনার হিসাবে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পিআরএল-এ যান। ২০২৩ সালের ৯ এপ্রিল থেকে তাকে গ্রেড-২ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে ৪টি শর্তের কথা বলা হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে- কর্মকর্তাদ্বয় ভুতাপেক্ষ পদোন্নতির তারিখ হতে বিধি মোতাবেক শুধু বকেয়া মূল বেতন এবং প্রাপ্যতা অনুযায়ী গ্রাচুয়িটি ও পেনশন সুবিধা প্রাপ্য হবেন। ৫৯ বছর পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে বহাল ছিলেন বলে গণ্য করা হবে।

অবসরোত্তর ছুটি / অবসর প্রস্তুতি শেষে অবসরের জন্য নির্ধারিত তারিখে সরকারি চাকুরি হতে অবসর গ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন। এ আদেশের প্রেক্ষিতে বেতন পুন:নির্ধারণসহ প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের অনুকূলে ইতোপূর্বে জারীকৃত অবসর উত্তর ছুটি/অবসর প্রস্ততি ছুটি আদেশ নির্ধারিত বয়স পূর্তিসাপেক্ষে পদোন্নতিপ্রাপ্ত পদের বিপরীতে পুন:কার্যকর মর্মে গণ্য হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত