ফ্যামিলি রিয়েলিটি শো ‘কনকা সেরা পরিবার’ শুরু হচ্ছে সিজন ৪

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ১৩

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স ব্র্যান্ড ‘কনকা’র সৌজন্যে আবারও এনটিভিতে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। ব্যাপক দর্শক জনপ্রিয়তা পাওয়া এ অনুষ্ঠানটি এবার আসছে সিজন-৪ নিয়ে। নতুন এই সিজনে যথারীতি থাকছে ধাঁধাঁ, বুদ্ধির খেলা, মজার সব গেইম, তারকাদের উপস্থিতি, রান্নার প্রতিযোগিতাসহ নতুন নতুন সংযোজন।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে ‘কনকা’র প্রোডাক্ট সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্য সহযোগে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার। তিনি বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বসেরা কনকা ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স সামগ্রী দেশের গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে এখন কনকা ব্র্যান্ডের ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহৃত হচ্ছে। যার সকল কৃতিত্ব আমাদের পার্টনার, শুভানুধ্যায়ী, ক্রেতা, ভোক্তা এবং তাঁদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা। কনকা’র ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে এদেশের গ্রাহকদের প্রথম পছন্দ।

তিনি আরও জানান, বর্তমানে কনকা’র রেফ্রিজারেটর, ফ্রিজার, সিলিং ফ্যান বাংলাদেশে হচ্ছে। এছাড়া কনকা এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইলেক্ট্রিক ক্যাটল, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, প্রেশার কুকার, রাইস কুকার, ইলেক্ট্রিক আয়রনসহ বেশ কিছু হোম অ্যাপ্ল্যায়েন্সের পণ্যের কিছু যন্ত্রাংশ আমদানি করে এসেম্বলিং এর মাধ্যমে উৎপাদন করা হয়।

সবশেষে তিনি ‘কনকা সেরা পরিবার সিজন ৪’ শুরুর নেপথ্যের ভাবনা উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সঙ্গে ভাগাভাগি করে নেন। তিনি বলেন, কনকার পণ্য যেসব পরিবারে পৌঁছে গেছে তাদের সবাইকেসহ দেশের প্রতিটি পরিবারকে ভালো রাখতে কাজ করে যাচ্ছি আমরা। সেই অব্যাহত প্রচেষ্টারই সামান্য অংশ ‘কনকা সেরা পরিবার সিজন ৪’। এ প্রচেষ্টা ভবিষ্যতেও চলমান রাখতে চাই। নুরুল আফছারের বক্তব্যের পর সিজন ৪ এর লোগো উন্মোচন এবং থিম সং পরিবেশিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণের নিয়মাবলি এবং প্রতিযোগিতার ফরম্যাট সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের ধারণা দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চায়না থেকে আগত বিশেষ অতিথি মি. রিড, সেলস ডিরেক্টর এবং মি. লেস্টার, ডিজিএম-সেলস, কনকা এশিয়া রিজিয়ন, ইলেক্ট্রো মার্ট গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ ও নুরুল আজিম সানি, জিএম-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী, এনএসএম-রিটেইল অপারেশন মো. জুলহক হোসাইন, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড এবং সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত